এই ছবি দেখে রীতিমতো কেঁপে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। এক টেবিল টাকা! আইসিসি’র কাছে জমা পড়ল লন্ডন পুলিশের রিপোর্ট। নাম উঠল তিন পাক ক্রিকেটারের। মহম্মদ আমের, মহম্মদ আসিফ এবং সলমান বাট। সময় নষ্ট না করেই তাঁদের নির্বাসনের সাজা দিল পেরেন্ট বডি।
সেই লডর্স। সেই মহম্মদ আমের। অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা যে মাঠ থেকে শুরু করেছিলেন, সেখানেই কেরিয়ারে ইতি টেনেছিলেন। আর এখানেই বিশ্ব ক্রিকেটে ব্যতিক্রমী চরিত্র মহম্মদ আমের। যে মাঠ থেকে নির্বাসিত হয়েছিলেন, সেখান থেকেই নতুন করে আবার শুরু করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম পাকিস্তানের প্রথম টেস্ট। আমেরকে নিয়ে আলাদা গুরুত্ব দিচ্ছেন পাক অধিনায়ক মিসবা-উল-হক।
advertisement
মাঠে বল পড়ার আগেই আমেরকে নিয়ে রীতিমত উচ্ছ্বসিত বিশ্বক্রিকেট।
তিনি আমেরের থেকে স্পেশ্যাল কিছু দেখতে চান। বক্তা সচিন তেন্ডুলকর। কারণ, এই আমের অনেক পরিণত। তাই সচিনের আশা ইংল্যান্ডের বিরুদ্ধে ফের ভয়ঙ্কর হবেন এই পাক পেসার। প্রায় একই সুর ইমরানের গলায়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে, এখন অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলেন আমের। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে যাবতীয় সহানুভূতি ঝেড়েই মাঠে নামবেন এই পাক পেসার। তবে খানিকটা চিন্তিত আক্রাম। তাই পরামর্শ, অতিরিক্ত চাপ না নিয়ে নিজের খেলাটা খেলার।
আর বন্ধু বিরাটের মতে, টি-টোয়েন্টি, একদিনের পর টেস্ট ক্রিকেটেও সেরা হবে আমের। কারণ, আমের একজন বর্ণময় চরিত্র।
যাঁকে ঘিরে এই আলোচনা সেই আমের কিন্তু এখনও চুপ। দাবি, নতুন লডর্স থেকেই শুরু হবে পুরানো আমেরের বোলিং।