TRENDING:

‘সলমন রিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসডর কেন ?’ প্রশ্ন যোগেশ্বরের

Last Updated:

শনিবারই রিও অলিম্পিকের জন্য ভারতের ‘গুডউইল অ্যাম্বাসডর’ হিসেবে বেছে নেওয়া হয়েছে বলিউড হার্টথ্রব সলমন খানকে ৷ কিন্তু এই সিদ্ধান্তকে অনেকেই সঠিক বলে মেনে নিতে পারছেন না , এদের মধ্যে একজন অবশ্যই কুস্তিগীর যোগেশ্বর দত্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  শনিবারই রিও অলিম্পিকের জন্য ভারতের  ‘গুডউইল অ্যাম্বাসডর’ হিসেবে বেছে নেওয়া হয়েছে বলিউড হার্টথ্রব সলমন খানকে ৷ কিন্তু এই সিদ্ধান্তকে অনেকেই সঠিক বলে মেনে নিতে পারছেন না , এদের মধ্যে একজন অবশ্যই কুস্তিগীর যোগেশ্বর দত্ত ৷টুইটারে তাঁর প্রশ্ন, ‘‘কেউ আমাকে বলবেন, একজন গুডউইল অ্যাম্বাসাডরের ভূমিকা কী? ’’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একা যোগেশ্বরই নন, অলিম্পিকে সলমনের অন্তর্ভূক্তি নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে একহাত নিয়েছেন কিংবদন্তী অ্যাথলিট মিলখা সিং-ও ৷ তিনি বলেন, ‘‘অলিম্পিকে তো কোনও ক্রীড়াবিদকেই গুডউইল অ্যাম্বাসাডর করা যেত। দেশের জন্য রক্ত দিয়েছেন, এমন ক্রীড়াবিদের অভাব এই দেশে নেই। পি টি ঊষা, রাজ্যবর্ধন সিংহ রঠৌর, অজিত পালের মতো অনেকেই রয়েছেন। এঁদের মধ্যে কাউকে করা যেত না ? আমার প্রশ্ন, বলিউড কি তাদের কোনও বড় ইভেন্টের মুখ হিসেবে কখনও কোনও ক্রীড়াবিদকে মনোনীত করেছে ? আমি সলমনের বিরোধী নই। কিন্তু IOA  যা করল, তাতে ক্ষোভ চেপে রাখতে পারছি না।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘সলমন রিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসডর কেন ?’ প্রশ্ন যোগেশ্বরের