ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। শুরুটা ভাল হলেও বড় স্কোর করতে ব্যর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেট হয়েও একাধিক ব্যাটার তা বড় স্কোরে পরিণত করতে পারেনি। বিরাট কোহলি ৩৩, রজত পাতিদার ৩৪, ক্যামেরন গ্রিন ২৭ রানের ইনিংস খেলেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি আরসিবির। শেষের দিকে মাহিপল লোমরর ৩২ রানের মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেয়। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে আরসিবি।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার টম ক্যাডমোর ও যশস্বী জয়সওয়াল। ওপোনিং জুটিতে ৪৬ রানের পার্টনারশিপ করেন দুজনে। ক্যাডমোর ২০ রানে করে আউট হলেও দলের হয়ে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যশস্বী। কিন্তু সঞ্জু স্যামসন এদিন বড় রান পাননি। ১৭ করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ভাল শুরু করেও ৮৬ রানে ৩ উইকেট পড়ে যায় রাজস্থানের।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে ‘ফিরলেন’ তারকা বিদেশি! মানেননি কোনও প্রতিকুলতা, লক্ষ্য আইপিএল জয়
সেখান থেকে এদিন ফের রাজস্থানের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রিয়ান পরাগ। ধ্রুব জুরেলকে অপরদিকে মাত্র ৮ রান করে আউট হন। তবে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি। তাঁকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার। চাপের মুহূর্তে মারকাটারি ব্যাটিং করেন তিনি। তবে শেষের দিকে রিয়ান পরাগ ২৬ বলে ৩৬ ও হেটমায়ার ১৪ বলে ২৬ করে আউট হয়। তবে ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি রাজস্থানের। রভম্যান পাওয়েল ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে জয় এনে দেন রাজস্থানকে।