TRENDING:

RCB vs RR: ফের অধরা থেকে গেল কোহলির আইপিএল জয়ের স্বপ্ন, রাজস্থানের কাছে হেরে বিদায় আরসিবির

Last Updated:

RCB vs RR IPL 2024 Playoffs: টানা ৬ ম্যাচ জিতে প্লেঅফে পৌছেছিল আরসিবি। কিন্তু প্লেঅফ এসে ফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির। শেষ চার থেকেই আরও একবার বিদায় নিতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: টানা ৬ ম্যাচ জিতে প্লেঅফে পৌছেছিল আরসিবি। কিন্তু প্লেঅফ এসে ফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির। শেষ চার থেকেই আরও একবার বিদায় নিতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অধরা থেকে গেল আইপিএল জয়ের স্বপ্ন। অপরদিকে প্লেঅফে আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে সঞ্জু স্যামসনের দল। আরসিবির দেওয়া ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান রয়্যালস।
advertisement

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। শুরুটা ভাল হলেও বড় স্কোর করতে ব্যর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেট হয়েও একাধিক ব্যাটার তা বড় স্কোরে পরিণত করতে পারেনি। বিরাট কোহলি ৩৩, রজত পাতিদার ৩৪, ক্যামেরন গ্রিন ২৭ রানের ইনিংস খেলেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি আরসিবির। শেষের দিকে মাহিপল লোমরর ৩২ রানের মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেয়। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে আরসিবি।

advertisement

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার টম ক্যাডমোর ও যশস্বী জয়সওয়াল। ওপোনিং জুটিতে ৪৬ রানের পার্টনারশিপ করেন দুজনে। ক্যাডমোর ২০ রানে করে আউট হলেও দলের হয়ে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যশস্বী। কিন্তু সঞ্জু স্যামসন এদিন বড় রান পাননি। ১৭ করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ভাল শুরু করেও ৮৬ রানে ৩ উইকেট পড়ে যায় রাজস্থানের।

advertisement

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে ‘ফিরলেন’ তারকা বিদেশি! মানেননি কোনও প্রতিকুলতা, লক্ষ্য আইপিএল জয়

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সেখান থেকে এদিন ফের রাজস্থানের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রিয়ান পরাগ। ধ্রুব জুরেলকে অপরদিকে মাত্র ৮ রান করে আউট হন। তবে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি। তাঁকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার। চাপের মুহূর্তে মারকাটারি ব্যাটিং করেন তিনি। তবে শেষের দিকে রিয়ান পরাগ ২৬ বলে ৩৬ ও হেটমায়ার ১৪ বলে ২৬ করে আউট হয়। তবে ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি রাজস্থানের। রভম্যান পাওয়েল ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে জয় এনে দেন রাজস্থানকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs RR: ফের অধরা থেকে গেল কোহলির আইপিএল জয়ের স্বপ্ন, রাজস্থানের কাছে হেরে বিদায় আরসিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল