কলকাতার কোনও ম্যাচ তিনি সহজে মিস করেন না এটা প্রায় সবারই জানা। তায় কলকাতার বুকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচে নিজের দলের হয়ে গলা ফাটাতে হাজির ‘কিং খান’।
আরও পড়ুন: KKR vs RCB: প্রথম ম্যাচেই বাদ একাধিক মহাতারকা! আরসিবি বিরুদ্ধে কেকেআরের একাদশে মেগা চমক!
advertisement
সোশ্যাল মিডিয়ায় ‘বাদশার’ শহরের পা রাখার ছবি এখন রীতিমত ছড়িয়ে পড়েছে।শনিবার বিকেলে উদ্বোধনী ম্যাচ পণ্ড করতে পারে কালবৈশাখী-বৃষ্টির জোড়া ফলা এমনই আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: আইপিএল আসলেই সৌরভ-সচিন-ধোনি-কোহলিরা ইডেনে ‘মুখ দেখাতে’ পারেন না! কারণটা কী?
সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে শেষ হাসি কে হাসে সেটা দেখার আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ পণ্ড যাতে না হয় সেই প্রার্থনা করছে। অন্যদিকে, এর মাঝেই কলকাতায় আগমন হল ‘কিং খানের’।
কিন্তু, বৃষ্টির ভ্রূকুটির থেকেও আপাতত গোটা কলকাতা যে ক্রিকেট জ্বরে কাবু তার আভাস পাওয়া গেল আজকে শাহরুখ কলকাতা পা রাখার পরেই।