এবার আইপিএলে চোট সমস্যায় ভুগছে একাধিক দল। এবার সেই তালিকায় যোগ হল সিএসকের নাম। সিএসকে পেস অ্যাটাকের অন্যতম শক্তি মাথিসা পাথিরানা। আরসিবির বিরুদ্ধে খেলতে পারবেন না শ্রীলঙ্কান পেসার। প্রথম ম্যাচেও ছিলেন না পাথিরানা। মনে করা হয়েছিল আরসিবির বিরুদ্ধে দলে ফিরবেন তিনি। কিন্তু সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, এখনও চোট সারেনি পাথিরানার।
advertisement
আরও পড়ুনঃ AC Tips: এসির আউটডোর ইউনিট লাগানোর সঠিক জায়গা কী? গরমে ঘর হবে বেশি ঠান্ডা! বিল আসবে কম
প্রসঙ্গত, প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে জয় দিয়ে মরশুম শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। চিপকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। ফের একবার কোহলি-ধোনিকে মুখোমুখি সাক্ষাত শেষ হাসি কে হাসে সেটাই দেখার।