TRENDING:

ভারতীয় পেসারের বিরুদ্ধে নাবালিকাকে ধ*র্ষ*ণ-এর অভিযোগ! তোলপাড় ক্রিকেট মহলে!

Last Updated:

এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আরও এক বিতর্কে নাম জড়াল আরসিবির তারকা ভারতীয় পেসার যশ দয়ালের। এবার ফের ধর্ষণের অভিযোগ, তাও এক নাবালিকাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আরও এক বিতর্কে নাম জড়াল আরসিবির তারকা ভারতীয় পেসার যশ দয়ালের। এবার ফের ধর্ষণের অভিযোগ, তাও এক নাবালিকাকে। আইপিএল ২০২৫ বিজয়ীর বিরুদ্ধে এবার জয়পুরে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যশ দয়ালের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে এসেছে।
News18
News18
advertisement

অভিযোগ করা হয়েছে যে প্রায় ২ বছর আগে যখন নির্যাতিতা নাবালিকা ছিলেন, তখন ক্রিকেট কেরিয়ার গড়ার অজুহাতে যশ তাকে দুই বছর ধরে বারবার ধর্ষণ করেছিলেন। নির্যাতিতার বয়স এখন ১৯। জয়পুর পুলিশের মতে, ২০২৫ আইপিএল চলাকালীনও যশ দয়াল ওই নির্যাতিতাকে একবার ধর্ষণ করেছেন। জয়পুরে আরআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন সীতাপুরা এলাকার কাছে একটি হোটেলে ডেকে নিয়ে গিয়ে যশ দয়াল তাকে আবার ধর্ষণ করেন।

advertisement

শুধু ধর্ষণ নয়, ব্ল্যাকমেইল ও হুমকি দেওয়ার অভিযোগ যশ দয়ালের বিরুদ্ধে। দীর্ঘ দিনের নীরবতা, মানসিক ব্ল্যাকমেইল এবং শারীরিক ও মানসিক হয়রানির পর, অবশেষে ২৩ জুলাই ওই নাবালিকা পুলিশে অভিযোগ দায়ের করেন। জয়পুর পুলিশ আরও জানিয়েছে যে, ধর্ষণের প্রথম ঘটনাটি ঘটেছিল যখন নির্যাতিতা ১৭ বছর বয়সী নাবালিকা ছিল। তাই যশের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে পকসো আইনে অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ প্রমাণ হলে বড়সড় শাস্তি হতে পারে যশ দয়ালের।

advertisement

আরও পড়ুনঃ ঈশান-ভরত-সঞ্জু কেউ নয়! পন্থের বদলে ভারতীয় দলে ‘কেকেআর’ তারকা!

প্রসঙ্গত, এর আগে এক মহিলারকে বিয়ের প্রতিশ্রুতি দীর্ঘ দিন ধরে সহবাসের অভিযোগ উঠেছিল। অভিযোগে বলা হয়েছে, যশ দয়াল নাবালিকার সঙ্গে গত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। এই পেসার নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু পরে যশ বিয়ে করতে বেঁকে বসেন। গাজিয়াবাদ মামলায় যশ দয়ালের পুলিশ হেফাজতে স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় পেসারের বিরুদ্ধে নাবালিকাকে ধ*র্ষ*ণ-এর অভিযোগ! তোলপাড় ক্রিকেট মহলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল