গুজরাত লায়ন্স: ১০৪ ( ১৮.৪ ওভার)
১৪৪ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
#বেঙ্গালুরু: টি২০-র যুগে ক্রিকেট মাঠে এখন ব্যাটসম্যানদের ধ্বংসলীলা প্রায়শই দেখা যায় ৷ চিন্নাস্বামীতে অতীতেও অনেক ব্যাটিং ঝড় দেখা গিয়েছে ৷ এবছর সেটাই এতদিন ‘মিসিং’ ছিল ৷ হোম টিম আরসিবি-র অবস্থাও যথেষ্ট করুণ হয়ে পড়েছিল ৷ কিন্তু এদিন ঘরের মাঠে ফিরে পাওয়া গেল চেনা আরসিবি-কেই ৷ বিরাট-এবিডি ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত লায়ন্স ৷
advertisement
ডু অর ডাই ম্যাচে এদিন রায়নাবিহীন গুজরাতের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। লিগে নিজের খারাপ ফর্ম অব্যাহত রেখে শুরুতেই আউট হন ক্রিস গেইল (৬)। চতুর্থ ওভারের শেষ বলে যখন গেইল আউট হলেন, আরসিবি তখন ১৯/১। তখনও বোঝা যায়নি কী ঝড় অপেক্ষা করছে গুজরাত বোলারদের জন্য। ৫৫ বলে ১০৯ রান করে বিরাট। নবম আইপিএলে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। বিরাটের থেকেও এদিন আরও এককাঠি উপরে ছিলেন ডেভিলিয়ার্স ৷ ৫২ বলে ১২৯ করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান তিনি ৷ বোলারদের পাশাপাশি এদিন ব্যাটসম্যানরাও একেবারে হতাশ করেছে গুজরাতের ৷ ২৪৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় লায়ন্সরা ৷ আরসিবি-র হয়ে ক্রিস জর্ডন ৪টি এবং ৩টি উইকেট নেন লেগ স্পিনার চাহাল ৷