নয়াদিল্লি : ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী ও গুজরাতের শিক্ষামন্ত্রী রিভাবা জাদেজা সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন যা ভারতীয় ক্রিকেটভক্ত এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিজের বক্তব্যে তিনি ভারতীয় ক্রিকেটারদের অভ্যেস ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন।
নিজের স্বামীর প্রশংসা করে রিভাবা বলেন, রবীন্দ্র জাদেজা লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়া-সহ বহু দেশে খেলতে যান। কিন্তু তিনি কখনও কোনও ধরনের অনৈতিক অভ্যেসে বশবর্তী হননি। তিনি আরও বলেন, জাদেজা তাঁর পেশা ও দায়িত্ব খুব ভালভাবেই বোঝেন। রিভাবা আরও দাবি করেছেন, অনেক ভারতীয় ক্রিকেটার বিদেশ সফরে অসৎ অভ্যেসে জড়িয়ে পড়েন।
advertisement
রিভাবা অবশ্য কারও নাম উল্লেখ করেননি। রিভাবার এমন মন্তব্য ভারতীয় দলের ক্রিকেটারদের ভাবমূর্তি ও আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। রিভাবা দাবি করেন, জাদেজা চাইলে বাকিদের মতো সহজেই খারাপ অভ্যেসে জড়িয়ে পড়তে পারতেন। কিন্তু তিনি নিজের দায়িত্ব ও শৃঙ্খলা বজায় রাখেন।
উল্লেখ্য, রবীন্দ্র জাদেজা আইপিএল ২০২৬ মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। আইপিএলের গত মরসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন। তবে এবার নিলামের আগে তাঁকে রাজস্থান ট্রেড করে। সব থেকে অবাক করা ব্যাপার হল, জাদেজা ২০০৮ সালে রাজস্থানের হয়েই আইপিএল অভিষেক করেছিলেন।
আরও পড়ুন- মেসি আসছেন কলকাতায়..! আর মাত্র কয়েক ঘণ্টা, বাড়িতে বসে দেখুন মেসির সফর
রিভাবা স্বামীর প্রশংসা করেন, কিন্তু পাশাপাশি টিম ইন্ডিয়ার অন্যান্য ক্রিকেটারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। যদিও ভারতীয় ক্রিকেটাররা ঠিক কী ধরনের ভুল কাজ করেন, তা স্পষ্ট করেননি তিনি।
