TRENDING:

Rivaba Jadeja : কংগ্রেসি পরিবারের বউমা, আজ বিজেপির হয়ে বিরাট দায়িত্ব সামলাতে তৈরি! ১৯ জন নতুন মন্ত্রী গুজরাতে

Last Updated:

Rivaba jadeja- কংগ্রেসি পরিবারের বউমা তিনি। সেখান থেকে আজ তিনি বিজেপি সরকারের মন্ত্রী। রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার রাজনৈতিক জীবনের যেন একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে আজ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ : কংগ্রেসি পরিবারের বউমা তিনি। সেখান থেকে আজ তিনি বিজেপি সরকারের মন্ত্রী। রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার রাজনৈতিক জীবনের যেন একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে আজ!
News18
News18
advertisement

শোনা যায়, একটা সময় বিজেপিতে যোগ দেওয়ার জন্য শ্বশুরবাড়িতেও কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। কারণ জাদেজার বাড়িতে বেশিরভাগ কংগ্রেসি। রিভাবা অবশ্য হাল ছাড়েননি। গেরুয়া শিবিরের হয়ে নিজের কাজ করে গিয়েছেন। আজ গুজরাতের মন্ত্রী হিসেবে সেই রিভাবা শপথ নিতে চলেছেন।

গুজরাত সরকারের মন্ত্রিসভায় পরিবর্তনের খবর ছিল আগেই। রিভাবা জাদেজার নাম শুরু থেকেই আলোচনায় ছিল। বৃহস্পতিবার গুজরাত সরকারের সব মন্ত্রীরা পদত্যাগ করেন। আজ, শুক্রবার আবার নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। এবার ২৫ জন নতুন মন্ত্রী শপথ নিতে চলেছেন। ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং রাজকোট পশ্চিম বিধানসভা আসন থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত রিভাবা জাদেজার নামও রয়েছে।

advertisement

প্রথমবার বিধায়ক এবং এবার মন্ত্রী হতে চলা রিভাবা জাদেজার আলোচনার কারণ, এটি তাঁর রাজনৈতিক জীবনের একটি বড় ধাপ। রিভাবা জাদেজার জন্ম ১৯৯০ সালে রাজকোটে। তাঁর পুরো নাম রিভাবা সোলঙ্কি জাদেজা। তাঁর বাবা হারদেবসিং সোলঙ্কি একজন ইঞ্জিনিয়ার এবং মা পূরিতাবেন সোলঙ্কি গৃহিণী।

রিভাবার প্রাথমিক পড়াশোনা রাজকোটে। কিন্তু পরে তিনি মুম্বইয়ের অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং এর পর আহমেদাবাদের অ্যাটমিক ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন।

advertisement

পড়াশোনা শেষ করার পর রিভাবা ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকেই তিনি সামাজিক কাজকর্মে সক্রিয় হয়ে উঠেন। এর পর ২০১৯ সালে রিভাবা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি তাঁর এলাকার উন্নয়নে যথেষ্ট সক্রিয় ছিলেন।

পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকার কারণে বিজেপি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে রাজকোট পশ্চিমী আসন থেকে তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করে। এর পর রিভাবা বিজেপির প্রত্যাশা পূরণ করে জয়লাভ করেন। প্রথমবার বিধানসভায় পৌঁছন তিনি। এর পর গুজরাত সরকার মন্ত্রিসভা সম্প্রসারণ করলে রিভাবা জাদেজাকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন- Vaibhav Suryavanshi: ৩৭টি চার ও একটি ছয়! একাই করলেন ২২৬ রান, বড় নজির বৈভবদের

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, কীভাবে জানুন
আরও দেখুন

রাজকোট পশ্চিমী বিধানসভা আসন থেকে জয়ের পর রিভাবা তাঁর এলাকায় ক্রমাগত সক্রিয় ছিলেন। নির্বাচনের প্রায় দুবছর পর তিনি মন্ত্রী পদ লাভ করেন। এখন রিভাবা জাদেজা ভূপেন্দ্র পটেল সরকারের মন্ত্রী হয়েছেন। তাঁর সঙ্গে ২৪ জন অন্য মন্ত্রীও শপথ গ্রহণ করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rivaba Jadeja : কংগ্রেসি পরিবারের বউমা, আজ বিজেপির হয়ে বিরাট দায়িত্ব সামলাতে তৈরি! ১৯ জন নতুন মন্ত্রী গুজরাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল