#মোহালি: শুক্রবার যেখানে শেষ করেছিল ভারতীয় ব্যাটিং, শনিবার সকালে সেই জায়গা থেকেই শুরু করলেন রবীন্দ্র জাদেজা এবং রবি অশ্বিন। সকালে খেলা শুরুর আগে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালো দুই দল। হাতে কালো আর্মব্যান্ড পড়ে। দুজনে মিলে মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যেতে থাকলেন ভারতের ইনিংস। অশ্বিন নিজের অর্ধশত রান পূর্ণ করলেন। ৬১ করে ফিরে যাওয়ার আগে মারলেন ৮ বাউন্ডারি।
advertisement
অন্যদিকে জয়ন্ত যাদবকে সঙ্গী করে এগিয়ে গেলেন জাদেজা। বুদ্ধিদীপ্ত ইনিংস খেলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতরান পূর্ণ করলেন। সত্যিই তিনি রকস্টার। এই মুহূর্তে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন প্রমাণ করলেন ভারতের অলরাউন্ডার। ধৈর্য দেখালেন, স্কোরবোর্ড চালু রাখলেন, প্রয়োজনে আক্রমণ করলেন। সব মিলিয়ে দুরন্ত পরিণত বোধ দেখালেন স্যার জাদেজা। সেঞ্চুরি করার পর তার সেই বিখ্যাত সোর্ড সেলিব্রেশন দেখা গেল।
গায়ের জোরে একটিও শট নয়, বরং নির্ভর করলেন টাইমিং এর ওপর। বুদ্ধি করে গ্যাপ কাজে লাগালেন। একটি বারের জন্য দেখে মনে হয়নি তাকে আউট করতে পারেন প্রতিপক্ষ বোলাররা। পাল্লা দিয়ে চলল শ্রীলংকার নো বল। গতকালই বোঝা গিয়েছিল ভারত এই টেস্ট ম্যাচে একটি ইনিংসেই ব্যাট করতে চায়। প্রথমে ভাবা গিয়েছিল ৪৫০ রান তুলে সন্তুষ্ট থাকবে ভারত। কিন্তু জাদেজা এরকম মারকাটারি ইনিংস খেলবেন, আন্দাজ করা যায়নি।
শেষ দুটি বছরে ব্যাটসম্যান হিসেবে তিনি কতটা উন্নতি করেছেন, সেই প্রমাণ প্রতিদিন রাখছেন। লিমিটেড ওভার ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও জাদ্দুর জাদু চলছে। পুষ্পা সেলিব্রেশন করেছিলেন টি টোয়েন্টি সিরিজে। কিন্তু টেস্টে যে ধরনের ঠান্ডা মাথায় এবং দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন, তা এককথায় অসাধারণ।
অন্যদিকে শেষদিকে তাকে যোগ্য সহায়তা দিলেন মহম্মদ শামি। গ্যালারিতে পোস্টার দেখা গেল, ' জাদেজা ঝুকেগা নেহি '। ডাগআউটে রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড় উঠে দাড়িয়ে হাততালি দিলেন ১৫০ করার পর। শেষ পর্যন্ত ১৭৫ রানে অপরাজিত থেকে গেলেন জাদেজা।