বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কঠিন সময়ে দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শ্রেয়স আইয়ার ও ঈশান কিশানকে চোয়াল শক্ত করে লড়াই করার ও কামব্যাক করার জন্য পেপটকও দিলেন শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রবী শাস্ত্রী লেখেন,”ক্রিকেটে বারবার প্রত্যাবর্তনের ঘটনা ঘটেছে। কঠিন সময় থেকে ঘুড়ে দাঁড়িয়েছে অনেকেই। শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান তোমরা নিজেদের চোয়ালটাকে শক্ত করো! গভীর নিঃশ্বাস নাও, চ্যালেঞ্জের মুখোমুখি হও এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। তোমরা তোমাদের অতীতের কৃতিত্বগুলিকে ভালো করে দেখো এবং আমার সন্দেহ নেই যে তোমরা আবার জয়ী হবে।”
advertisement
এর পাশাপাশি বিসিসিআই যে পেস বোলারদের একটি আলাদা ক্যাটেগরি তৈরি করেছে, তার প্রসংশা করেছেন রবি শাস্ত্রী। এই উদ্যোগেরে জন্য জয় শাহ বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। এই উদ্যোগ এই বছরের শেষের দিকে ডাউন আন্ডারের সময় কাজে দেবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার দুটি টেস্ট সিরিজ জেতা প্রাক্তন ভারতীয় কোচ। পেস বোলারদের এই চুক্তিতে রয়েছেন, উমরান মালিক, আকাশ দীপ, বিজয় কুমার বৈশাক, যশ দয়াল এবং বিদবাথ কাওয়ারাপ্পা।
আরও পড়ুনঃ BCCI Central Contract: শুধু ঈশান-শ্রেয়স নয়, বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়লেন ৯ তারকা ক্রিকেটার
প্রসঙ্গত, বোর্ডের এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। এ-তে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া। বি-তে রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং যশস্বী জয়সওয়াল।
সি ক্যাটেগরিতে রয়েছে সব থেকে বেশি ক্রিকেটার। তারা হলেন, রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাতিদার। এছাড়া সরফরাজ খান ও ধ্রুব জুরেন শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম একাদশে চলে আসবেন।
