আরও পড়ুন - KKR, Brendon McCullum : অনেক হয়েছে আর নয়! দলকে এবার কড়া বার্তা নাইট কোচ ম্যাকালামের
পাঁচটি ম্যাচের একটিতেও অর্ধ শতরান করেননি তিনি। দিল্লি টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ দুর্দান্ত ফর্মে আছেন এবং নিয়মিত রানের মধ্যে আছেন। ঋষভ পন্থ যদি তার ফর্ম ফিরে পায় তাহলে দিল্লির ব্যাটিংএ ধামাকা তৈরি হবে। রবি শাস্ত্রী তাই বললেন তার উচিত ব্যাটিংয়ের সময় অতিরিক্ত দায়িত্ব ভুলে থাকতে।
advertisement
তার সেরাটা দেওয়ার জন্য মানসিকভাবে তাকে মুক্ত থাকতে হবে। রবি শাস্ত্রী বললেন তিনি ঋষভ পন্থকে দিল্লির হয়ে তার স্বাভাবিক খেলা খেলতে দেখতে চান। তিনি দিল্লির অধিনায়ক এটা ভুলে ক্রিজে নামা উচিত, তখন অন্য কারোর উচিত এই দায়িত্বটা নেওয়ার। তিনি যদি তাতে ভাল প্রদর্শন দেখাতে পারেন, তাহলে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও সফল হবে এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়বে।
ঋষভ পন্থ-এর ব্যাটিংয়ে কোনো গাফিলতি নেই বললেন শাস্ত্রী। তাকে ব্যাটিংয়ের সময় মানসিকতা একটু বদলাতে হবে শুধু। শুরুর দিকে একটু সময় নিয়ে ধীরে খেলতে হবে এবং সেট হয়ে গেলে তারপর ঝুঁকিপূর্ণ খেলা শুরু করতে হবে। ঋষভ পন্থ-এর স্বাভাবিক খেলাতে তিনি ঝুঁকি নিতে পছন্দ করেন এবং বড় শট মারেন, সেই ফর্মেই তাকে দেখতে চান রবি শাস্ত্রী।
দিল্লি ক্যাপিটালসের শিবিরে এসে পড়েছে করোনার থাবা, বেশ কিছু জনের মধ্যে সংক্রমিত হয়েছে। এই অবস্থায় দলের প্রতি তার দায়িত্ব আরো বেশি অধিনায়ক হিসেবে এবং তারই পরীক্ষা হবে আজ রাজস্থান রয়েলসের বিরুদ্ধে। শেষ ম্যাচে দাপটের সঙ্গে পঞ্জাব কিংসকে হারিয়েছিল দিল্লি।
ঋষভ পন্থ বয়সে তরুন হলেও ক্রিকেট বুদ্ধি বেশ প্রকট বলছেন রবি শাস্ত্রী। কিন্তু ব্যাটে একবার রান পাওয়া শুরু করলে পন্থকে আটকানোর মতো খুব বেশি বোলার বিশ্ব ক্রিকেটে নেই মনে করেন রবি।
