TRENDING:

Ravi Dahiya : কুস্তিতে সোনার ঝড় ভারতের ! রবি, ভিনিশ এবং নবীন কুমার ইতিহাস লিখলেন

Last Updated:

Ravi Kumar Dahiya and Vinesh Phogat wins gold medal for India at Commonwealth Games wrestling. কুস্তিতে স্বর্ণপদক রবির, সোনা ভিনেশেরও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: টোকিও অলিম্পিকে স্বপ্নটা হাতছাড়া হয়েছিল অল্পের জন্য। স্বর্ণপদক হারিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল রূপো নিয়ে। সোনিপতের ছেলে এবারই প্রথম খেলছেন কমনওয়েলথ গেমসে। দেখে বোঝার উপায় নেই। হাসতে হাসতে পয়েন্ট জিতলেন। ফাইনালে নাইজেরিয়ার উইলসনকে ১০-০ হারিয়ে দিলেন তিনি। ৫৭ কেজি বিভাগে টেকনিক্যাল সুপেরিয়রিটি দেখিয়ে প্রতিপক্ষকে দাঁড়াতে দিলেন না।
কুস্তিতে সোনার ঝড় ভারতের
কুস্তিতে সোনার ঝড় ভারতের
advertisement

অন্যদিকে মেয়েদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেলেন পূজা গেহলট। জীবনের প্রথমবার কমনওয়েলথ খেলতে নেমে অসাধারণ পারফরমেন্স করেন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সুরজ সিং এর বিরুদ্ধে শহর জয় পান রবি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের আসাদ আলিকে ১৪-৪ হারিয়ে দেন তিনি।

advertisement

টোকিওতে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল রবিকে। এবার সোনা জিতে কিছুটা হলেও অলিম্পিকের দুঃখ ভুলতে পারবেন তিনি। মেয়েদের কুস্তিতে শ্রীলংকার তারকাকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করলেন ভিনিশ ফোগাট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এক মিনিটের কিছু বেশি সময় প্রতিপক্ষকে হারিয়ে দিলেন তিনি। এই নিয়ে কমনওয়েলথ (২০১৪,২০১৮, ২০২২) স্বর্ণপদক জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। ভিনিশ টোকিও অলিম্পিকে হতাশ করেছিলেন। বিশ্বাস সমালোচনা হয়েছিল। তাই আজ জবাব দেওয়ার মঞ্চে ছিল তার।

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Dahiya : কুস্তিতে সোনার ঝড় ভারতের ! রবি, ভিনিশ এবং নবীন কুমার ইতিহাস লিখলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল