TRENDING:

Ranji Trophy final: রঞ্জি ফাইনালে নজিরবিহীন ঘটনা, নামেই লেগ আম্পায়ার, খেলালেন একজন আম্পায়ারই

Last Updated:

ম্যাচের টুকরো ভিডিও ট্যুইটারে ছড়িয়ে পড়তেই শোরগোল ৷ ট্যুইট করেই গোটা ঘটনার কারণ জানিয়েছে বিসিসিআই ডোমেস্টিক ট্যুইটার হ্যান্ডেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজকোট: এমন ঘটনা কোনও পাড়ার ক্রিকেটে নয়, ঘটেছে খোদ বিসিসিআই পরিচালিত ঘরোয়া ক্রিকেট ম্যাচে ৷ তাও আবার রঞ্জি ফাইনাল ৷ মাঠে আম্পায়ারের পোশাকে উপস্থিত দু’জন ৷ কিন্তু দেখা গেল লেগ আম্পায়ার জায়গা বদল করছেন না তিনি একইজায়গায় দাঁড়িয়ে শুধু লেগ আম্পায়ারেরই ভূমিকা পালন করছেন ৷ উইকেটের পিছনে দাঁড়িয়ে গোটা দিনে ম্যাচ পরিচালনা করলেন অন্য আম্পায়ারই ৷ সৌরাষ্ট্র বনাম বাংলার রঞ্জি ম্যাচ ফাইনালে দেখা গেল এমনই ঘটনা ৷
advertisement

ম্যাচের টুকরো ভিডিও ট্যুইটারে ছড়িয়ে পড়তেই শোরগোল ৷ ট্যুইট করেই গোটা ঘটনার কারণ জানিয়েছে বিসিসিআই ডোমেস্টিক ট্যুইটার হ্যান্ডেল ৷ আসলে সোমবার রঞ্জি ফাইনালের প্রথমদিনে বাংলা দলের এক ফিল্ডারের থ্রো-তে তলপেটে আঘাত পান আম্পায়ার শামসুদ্দিন ৷ তৎক্ষণাৎ কোনও সমস্যা না হলেও রাত বাড়তেই প্রবল ব্যথা শুরু হয় তাঁর ৷ স্বাস্থ্যের অবনতি হওয়ায় এদিন মাঠে খেলাতে নামতে পারেননি শামসুদ্দিন ৷ সাধারণত লিগে রঞ্জিতে মূলত দুইজন ফিল্ড আম্পায়ার থাকেন। তাই এদিন শামসুদ্দিনের বদলি হিসেবে রঞ্জি ফাইনালের দায়িত্বে থাকা অন্য আম্পায়ার পদ্মনাভনের সঙ্গে মাঠে আসেন স্থানীয় আম্পায়ার পীযুষ কক্কর ৷ উইকেটের দু’পাশেই এদিন আম্পায়ারের দায়িত্ব পালন করেন একা পদ্মনাভমই ৷ লাঞ্চের পর এদিন মাঠে নামেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা এস রভি ৷ তখন তাঁর জায়গায় থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করছিলেন শামসুদ্দিন ৷ বিসিসিআই জানিয়েছে, ম্যাচের তৃতীয়দিন অর্থাৎ বুধবার থেকে আহত আম্পায়ার শামসুদ্দিনের সরকারি বিকল্প হিসেবে নামবেন আম্পায়ার যশবন্ত বার্দে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy final: রঞ্জি ফাইনালে নজিরবিহীন ঘটনা, নামেই লেগ আম্পায়ার, খেলালেন একজন আম্পায়ারই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল