বিগত ৩২ বছরে তিনবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা দল। উত্তর প্রদেশ, মুম্বই আর বছর তিন আগে সৌরাষ্ট্রের কাছে ফাইনালে হারতে হয়েছিল বাংলা দলকে। এবার ফের ফাইনালে প্রতিপক্ষ সৌরাষ্ট্র। তাই শুধু ট্রফি জয় নয় বদলার ম্যাচ বাংলা দলের কাছে। তবে বাংলা যে দু’বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সেই দুইবারই ফাইনাল খেলা হয়েছিল ইডেনে। তাই সিএবি কর্তারা আশাবাদী ৩২ বছরের খরা কাটতে চলেছে এই বছর।
advertisement
আরও পড়ুন- কার নতুন আয়ের পথ খুলবে, কাকে বা ঠকাবেন বন্ধুরাই? দেখে নিন পুরো সপ্তাহের রাশিফল
ফাইনালকে আকর্ষণীয় করতে এবং বাংলা দলের জন্য সমর্থন পেতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে সিএবি। ফাইনাল ম্যাচে ঐতিহ্যশালী ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা শুরুর প্রথম দিন ইডেন বেল বাজাবেন শেষবার বাংলার ক্রিকেট দলের রঞ্জি ট্রফি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শেষবার রঞ্জি জয়ী বাংলার সব ক্রিকেটারদের ফাইনাল ম্যাচের পাঁচ দিন উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সিএবির পক্ষ থেকে।
আরও পড়ুন- মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে মহাযোগ! কোন রাশির জাতক-জাতিকারা বিশেষ আশীর্বাদ পাবেন ভোলানাথের?
প্রত্যেককে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই আমন্ত্রণে চিঠি পৌঁছে গেছে সমস্ত ক্রিকেটারের কাছে। মনোজদের জন্য সমর্থন বাড়ানোর জন্য খুলে দেওয়া হচ্ছে ইডেনের চারটি গেট। সম্পূর্ণ বিনামূল্যে ইডেনে রঞ্জি ফাইনালের পাঁচ দিন দর্শকরা খেলা দেখতে পারবেন। ইডেন গার্ডেন্সের বি,সি,কে এবং এল ব্লক খোলা থাকছে সর্বসাধারণের জন্য ৷ কোনও রকমের প্রবেশমূল্য ছাড়াই। বি এবং সি ব্লকের জন্য ৩ ও ৪ নম্বর গেট আর কে এবং এল ব্লকের জন্য ১৪ ও ১৭ নম্বর গেট খোলা থাকছে। বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের খেলা দেখতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে সিএবি। সব মিলিয়ে মেগা ফাইনাল ঘিরে সাজো সাজো রব ইডেন জুড়ে।