TRENDING:

Ranji Trophy Final 2023: রঞ্জি ফাইনালের আগে শুরু বাগযুদ্ধ, অনুশীলনে হুঙ্কার মনোজের, পাল্টা দিল সৌরাষ্ট্র কোচ

Last Updated:

Ranji Trophy Final 2023: বৃহস্পতিবার থেকে শুরু বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। রঞ্জি ট্রফির মেগা ফাইনালের আগে মনোজের বক্তব্যে চড়ল মাঠের বাইরের লড়াইয়ের পারদ। পালটা জবাব আসতেও বেশি দেরি হয়নি প্রতিপক্ষ সৌরাষ্ট্রের দিক থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: "একতরফা ফাইনাল হবে। অভিজ্ঞতা বলছে বাংলা রঞ্জি চ্যাম্পিয়ন হতে চলেছে।" বক্তা অন্য কেউ নয়, খোদ বাংলা ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারি। রঞ্জি ট্রফির মেগা ফাইনালের আগে মনোজের বক্তব্যে চড়ল মাঠের বাইরের লড়াইয়ের পারদ। পালটা জবাব আসতেও বেশি দেরি হয়নি প্রতিপক্ষ সৌরাষ্ট্রের দিক থেকে। মনোজের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা উত্তর এল সৌরাষ্ট্র শিবির থেকে। আসল খেলা হবে মাঠে বলে পাল্টা হুঙ্কার সৌরাষ্ট্র কোচের।
বাংলা ক্রিকেট দল
বাংলা ক্রিকেট দল
advertisement

রঞ্জি ট্রফি ফাইনালের মহড়ায় নেমে গিয়েছে বাংলা। মঙ্গলবার থেকে রঞ্জি ট্রফির ফাইনালকে পাখির চোখ করে ইডেনে অনুশীলন করলেন লক্ষীর ছেলেরা। বৃহস্পতিবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালের আগে আত্মবিশ্বাসী টিম বেঙ্গল। ৩ বছর আগে সৌরাষ্ট্রের কাছেই ফাইনালে হেরেছিল বাংলা। বদলা নয়, ট্রফি চাইয়ের মেজাজ বঙ্গশিবিরে। রঞ্জি ফাইনালে উইকেটে থাকছে ঘাস। পিচ দেখে খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। মঙ্গলবার সকালে উইকেট দেখলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পেস অ্যাটাকে ভর করেই রণনীতি সাজাচ্ছে বাংলা দল।

advertisement

সেমিফাইনাল ম্যাচ থেকে দলের দুটি পরিবর্তন হতে পারে। সবুজ উইকেটে প্রদীপ্ত প্রামাণিকের পরিবর্তে দলে ফিরবেন পেস অলরাউন্ডার আকাশ ঘটক। ওপেনিংয়ে চমক দিতে পারে বাংলা দল। অভিষেক হতে পারে সুমন্ত গুপ্তের। বাঁ হাতি জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়াদের সামলাতে বিশেষ অনুশীলনে বাংলা দল। গীত পুরী, দুর্গেশ দুবেদের সঙ্গে আরও একজন বাঁ হাতি পেসারের ডেলিভারি দীর্ঘক্ষণ নেটে সামলালেন অনুষ্টুপ,অভিমন্যুরা। এদিন অনুশীলন শেষে অধিনায়ক মনোজ তিওয়ারির হুংকার,"একপেশে ফাইনাল হবে। আমরাই চ্যাম্পিয়ন হব"।আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধে এগিয়ে থেকে মাঠে নামতে চাইছে বঙ্গ শিবির। শক্তিশালী সৌরাষ্ট্র বধের পরিকল্পনা তৈরি বঙ্গ ব্রিগেডের। বিপক্ষ দল নয় নিজেদের নিয়ে ভাবতে চান কোচ লক্ষ্মীরতন শুক্লা। নেটে এদিন দীর্ঘক্ষণ মনোজকে বল করলেন লক্ষ্মী।

advertisement

আরও পড়ুনঃ WPL 2023: বাবর-শাহিনদের দ্বিগুন টাকা পাচ্ছেন স্মৃতি মন্ধনা, ট্রোল হচ্ছেন পাকিস্তান অধিনায়ক

এই প্রথমবার রঞ্জি ট্রফিতে সম্পূর্ণ ডিআরএস থাকছে। ডিসিশন রিভিউ সিস্টেমের সুফল কিভাবে নিতে হবে তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছেন অধিনায়ক মনোজ। প্রথম স্লিপে দাঁড়িয়ে নিজেই আউটের আবেদনে ডিআরএস নিতে চান।‌ অন্যদিকে ইডেনের পিচকিউরেটর সুজন মুখোপাধ্যায় দাবি করেন, স্পোর্টিং উইকেট। বোলাররা উইকেট থেকে সাহায্য পাবেন। ইডেনের রঞ্জি ফাইনাল ঘিরে একাধিক ব্যবস্থা নিয়েছে সিএবি। শেষ রঞ্জিজয়ী গোটা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে মাঠে। ম্যাচের শুরুতে ইডেন বেল বাজাবেন রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অপরদিকে, ২০১৯-২০ সালে ঘরের মাঠে বাংলাকে হারিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। ফের একবার ট্রফি জয়ের হাতছানি জয়দেব উনাদকাটদের সামনে। মঙ্গলবার দুপুরে ইডেনে অনুশীলন করল গোটা দল। মনোজের হুঙ্কারের পাল্টা উত্তর দিলেন সৌরাষ্ট্রের কোচ নিরাজ ওদেদ্বারা। বলেন,"মাঠের বাইরে থেকে মন্তব্য করে লাভ নেই খেলা হবে মাঠে।" মনোজের বক্তব্যেকে রীতিমত হেসে উড়িয়ে দিচ্ছে সৌরাষ্ট্র শিবির। সব মিলিয়ে খেলার ৪৮ ঘন্টা আগেই দুই দলের বাগযুদ্ধ শুরু।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy Final 2023: রঞ্জি ফাইনালের আগে শুরু বাগযুদ্ধ, অনুশীলনে হুঙ্কার মনোজের, পাল্টা দিল সৌরাষ্ট্র কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল