৩২ বছর পর ফের ঘরের মাঠে রঞ্জি ট্রফি জয়ের হাতছানি বাংলার সামনে। সিএবির উদ্যোগে ৩২ বছর আগে চ্যাম্পিয়ন দলকে ফের আমন্ত্রণ জানানো হয়েছে ফাইনালে। আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে সৌরভের কাছেও। কিন্তু তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন। এমসিজির মিটিং শেষ করে মেয়ে সানার সঙ্গে সময় কাটাচ্ছেন। ভ্যালেন্টাইন ডে-র দুপুরে লন্ডনের রেস্তোরাঁ মেয়ের সঙ্গে বসে চুটিয়ে মধ্যাহ্নভোজ করেছেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেছেন। মেয়ের সঙ্গে ভালোবাসার দিন কাটাতে পেরে আপ্লুত মহারাজ।
advertisement
আরও পড়ুনঃ Ranji Trophy Final 2023: রঞ্জি ফাইনালে প্রথম একাদশে চমক দিতে পারে বাংলা, যা হতে পারে মাস্টার স্ট্রোক
লন্ডনে থাকায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রঞ্জি ফাইনালে থাকতে পারছেন না সৌরভ। যদিও যাবতীয় খোঁজখবর লন্ডনে বসেই রাখছেন মহারাজ। বাংলা রঞ্জিত ট্রফি জিতলে সব থেকে বেশি খুশি হবেন দাদা। ক্রিকেট জীবনে নিজে জিতলেও পরবর্তী সময় কিংবা প্রশাসক হিসেবে এই ট্রফি আর ছুঁয়ে দেখা হয়নি সৌরভের। এই সৌরভের কাছেও রঞ্জি জয় এক বিরাট স্বপ্ন। সেমিফাইনাল এর আগে কোচ লক্ষ্মীর সঙ্গে কথা বলে যাবতীয় পরামর্শ দিয়েছিলেন। ম্যাচের আপডেট প্রতি মুহূর্তে রেখেছিলেন সৌরভ। অধিনায়ক মনোজের সঙ্গে হোয়াটসঅ্যাপে ম্যাচ নিয়ে আলোচনা করেছিলেন।
ফাইনালের আগেও লন্ডনে বসে দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে খোজ খবর নিয়েছেন সৌরভ। খেলার শুরুতে না থাকতে পারলেও ফাইনালের চতুর্থ দিন মাঠে থাকতে পারেন সৌরভ। ১৯ ফেব্রুয়ারি লন্ডন থেকে ফিরছেন দাদা। সেদিনই মাঠে আসার সম্ভাবনার কথা জানালেন সিএবি সভাপতি। বাংলা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেন সৌরভ। ঘনিষ্ঠ মহলে সৌরভ জানিয়েছিলেন যদি ফাইনাল ইডেনে হওয়ার খবর আগে জানতেন তাহলে হয়তো এই লন্ডন সফর বাতিল করতেন। কিন্তু পূর্বনির্ধারিত সুচি অনুযায়ী এই সফরে তিনি গিয়েছেন। তবে শারীরিকভাবে লন্ডনে থাকলেও সৌরভের মন পড়ে রয়েছে ইডেনে বাংলা দলের সঙ্গে তা বলাই যায়।