TRENDING:

Ranji Trophy 2018-19: অভিমন্যু অপরাজিত ১৮৩, দিল্লিকে ৭ উইকেটে হারাল বাংলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: ২৪০ ও ৩০১, বাংলা: ২২০ ও ৩২৩/৩
advertisement

৭ উইকেটে জয়ী বাংলা

#কলকাতা: লক্ষ্য ছিল ৩২২ রানের। কাজটা একেবারে সহজ ছিল না। কিন্তু কঠিন কাজটাই ইডেনে বুধবার সহজ করে দিলেন অভিমন্যু ঈশ্বরণ ৷ অনুষ্টুপ মজুমদারের সঙ্গে জুটিতে ৭ উইকেটে দিল্লিকে হারাল বাংলা ৷ ১৮৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন অভিমন্যু ৷ 

advertisement

রঞ্জিতে এটাই সর্বোচ্চ রান তাড়া করার নজির বাংলার ৷ দিল্লিকে হারিয়ে ৬ পয়েন্ট পেল বাংলা ৷ প্রথম ইনিংসে দু’দলের ব্যাটসম্যানরাই বিশেষ সুবিধা করতে পারেননি। ইডেন এদিন অবশ্য মুগ্ধ অভিমন্যুর ব্যাটে ৷ দিনের শুরু থেকেই দিল্লির বোলারদের ওপর কর্তৃত্ব করে গেলেন বাংলার ব্যাটসম্যানরা। অনুষ্টুপ মজুমদার নট আউট থাকেন ৬৯ রানে ৷ 

advertisement

আরও পড়ুন-নিউ ইয়ার্স ডে’তে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর বাসভবনে টিম ইন্ডিয়া, বিরুষ্কার সঙ্গে কথা স্কট মরিসনের

শুরু থেকেই রান রেট বাড়িয়ে রাখতে শুরু করেন ঈশ্বরণ-রামন। ওপেনিংয়ে ওঠে ১২১ রান। তারপর হঠা‍ৎই ধস। ১৬ রানে পড়ল ৩ উইকেট। হাফ সেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফেরেন রামন। পরপর ফিরলেন মনোজ, সুদীপও। উইকেট পড়লেও রানরেট একই রেখেছিলেন ব্যাটসম্যানরা। দুর্বল দিল্লির বিরুদ্ধে চান্সলেস ব্যাটিং। ঈশ্বরণ-অনুষ্টুপের পার্টনারশিপে ওঠে ১৮৬ রান। অভিজ্ঞ অনুষ্টুপ অপরাজিত ৬৯। ৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখন নকআউটের আশায় বাংলা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy 2018-19: অভিমন্যু অপরাজিত ১৮৩, দিল্লিকে ৭ উইকেটে হারাল বাংলা