TRENDING:

ফাটা হাতে দুরন্ত অনুষ্টুপ, বাংলাকে জেতালেন মন্ত্রী মনোজ, উত্তর প্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয়

Last Updated:

রঞ্জিতে উত্তরপ্রদেশকে হারিয়ে ম্যাচ শেষে নিজের অবসর প্রসঙ্গে আভাস দেন মনোজ। সম্ভবত চলতি মরশুম মনোজের কেরিয়ারের শেষ সিজন হতে যাচ্ছে। সিএবি সূত্রে খবর, উত্তরপ্রদেশের বিরুদ্ধে এই জয়ের পর মনোজকে রঞ্জি ট্রফির সম্পূর্ণ মরশুমের জন্যই অধিনায়ক ঘোষণা করা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এভাবেও ফিরে আসা যায়। হার না মানা মানসিকতার ফল পেল বাংলা ক্রিকেট দল। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল মন্ত্রী মনোজের টিম। প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে পড়লেও সরাসরি জয় পেতে অসুবিধা হলো না বাংলার। এই জয়ের কারিগর ঈশান পোড়েল, আকাশদীপ, অনুষ্টুপ মজুমদার, কৌশিক ঘোষ আর অধিনায়ক মনোজ।
advertisement

নিয়মিত অধিনায়ক অভিমুন্য ঈশ্বরন ভারতীয় দলের সঙ্গে থাকায় রঞ্জির প্রথম দুটি ম্যাচে নেতৃত্বে ফিরেছিলেন মনোজ তিওয়ারি। উত্তরপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন তিনি। প্রথম দিন দুরন্ত পারফরম্যান্স করেন ঈশান। অসুস্থতা এবং ফিটনেস কারণে মরশুমের মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফি খেলতে পারেননি অনূর্ধ্ব ১৯ ভারতীয় বিশ্বকাপ জয়ী এই সদস্য। তবে রঞ্জিতে কামব্যাক করেই প্রথম ইনিংসেই ৫ উইকেট নেন তিনি।

advertisement

দীর্ঘদিন বাদে বাংলা দলের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন ফাস্ট বোলার প্রীতম চক্রবর্তীও। রিংকু সিংদের ১৯৮ রানে আটকেও বাংলা প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায়। ২৯ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ফের বল হাতে জ্বলে ওঠেন বাংলার ক্রিকেটার আকাশদীপ, ঈশানরা। উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংস ২২৮ রানে থামিয়ে দেন কোচ লক্ষ্মীর ছেলেরা।

advertisement

চতুর্থ ইনিংসে ২৫৭ রান তারা করতে নেমে প্রথম ইনিংসের মত আর ভুল করেনি বাংলা ব্যাটিং। যদিও ওপেনার অভিষেক দাস দুটো ইনিংসেই ব্যর্থ হন। তবে অপর ওপেনার কৌশিক ঘোষ লড়াকু ৬৯ রানের ইনিংস খেলেন। বরাবরের মতো এবারও বাংলাকে ভরসা দেন অনুষ্টুপ মজুমদার। ফাটা হাত নিয়ে কৌশিকের সঙ্গে দীর্ঘ পার্টনারশিপ করে বাংলাকে ম্যাচে ফেরান।

advertisement

চতুর্থ দিন খেলা শুরুর আগে বাংলার প্রয়োজন ছিল ১০১ রান। হাতে ছিল ৮ উইকেট। কৌশিক প্রথম ওভারে আউট হয়ে গেলেও অধিনায়ক মনোজকে সঙ্গে নিয়ে বাংলাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন অনুষ্টুপ। শেষ পর্যন্ত ৮৩ রানে আউট হন দলের সবথেকে সিনিয়র ক্রিকেটার।অন্যদিকে মন্ত্রীত্বের দায়িত্ব সামলেও বাংলার হয়ে অপ্রতিরোধ্য মনোজ। প্রথম ইনিংসে দুরন্ত লড়াইয়ের পর দ্বিতীয় ইনিংসে ৬০  রানে অপরাজিত থেকে বাংলাকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

advertisement

আরও পড়ুনঃ সব ভবিষ্যদ্বাণী মিলেছে তাঁর, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম জানালেন বিশ্বখ্যাত জ্যোতিষী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ম্যাচ শেষে নিজের অবসর প্রসঙ্গে আভাস দেন মনোজ। সম্ভবত চলতি মরশুম মনোজের কেরিয়ারের শেষ সিজন হতে যাচ্ছে। সিএবি সূত্রে খবর, উত্তরপ্রদেশের বিরুদ্ধে এই জয়ের পর মনোজকে রঞ্জি ট্রফির সম্পূর্ণ মরশুমের জন্যই অধিনায়ক ঘোষণা করা হতে পারে। মনোজ নিজেও ক্রিকেট কেরিয়ারের শেষ লগ্নে একবার রঞ্জি ট্রফি জিততে চান। ২ ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ঈশান পোড়েল। কুড়ি তারিখ থেকে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় ম্যাচ ইডেন।

বাংলা খবর/ খবর/খেলা/
ফাটা হাতে দুরন্ত অনুষ্টুপ, বাংলাকে জেতালেন মন্ত্রী মনোজ, উত্তর প্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল