মেয়েদের ১০ মিটার ব্যক্তিগত এয়ার রাইফেলে রমিতার থেকে শুরুটা ভাল করেছিলেন এলাভেনিল। কিন্তু শেষের দিকে পিছিয়ে পড়েন তিনি। রমিতা জিন্দালের প্রতি সিরিজে তাঁর স্কোর ১০৪.৩, ১০৬, ১০৪.৯, ১০৫.৩, ১০৫.৩, ১০৫.৭। সব মিলিয়ে তাঁর স্কোর ৬৩১.৫। পঞ্চম স্থানে শেষ করে ফাইনালের টিকিট পাকা করেন বছর ২০-র রমিতা জিন্দাল। অন্যদিকে শেষ পর্যন্ত ৬৩০.৭ পয়েন্ট অর্জন করে ১০ নম্বরে শেষ করেন এলাভেনিল।
advertisement
আরও পড়ুনঃ PV Sindhu: দাপটে জয় দিয়ে প্যারিস অভিযান শুরু সিন্ধুর, প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে
১০ মিটার এয়ার রাইফেলে দুই প্রতিযোগিকে ঘিরেই পদক জয়ের স্বপ্ন দেখেছিল গোটা দেশ। যেভাবে শুরু করেছিলেন তাতে দুই প্রতিযেগিই ফাইনালে উঠবে মনে করা হচ্ছিল। কিন্তু প্রথম আটে না থাকায় ছিটকে গেলেন এলাভেনিল ভালারিভান। তবে শুটিং থেকে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রমিতা জিন্দাল। সোমবার ফাইনালে নামবেন ভারতীয় শুটার।