আইপিএলের প্রথম মরশুমে শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস ট্রফি জিতেছিল। এরপর থেকে তিনি কোনও না কোনও রূপে দলের অংশ হয়েছিলেন। তবে চলতি বছরের মার্চের শুরুতে তিনি মারা যান। এমন পরিস্থিতিতে রাজস্থান রয়্যালস তাদের প্রথম রয়্যাল খেলোয়াড়কে শ্রদ্ধা জানাতে তৈরি। রাজস্থান তাদের প্রথম রয়্যালসকে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ জার্সি প্রকাশ করেছে। এই জার্সিতে আপনি প্রতিটি খেলোয়াড়ের কলারে SW23 লেখা দেখতে পাবেন।
advertisement
SW মানে শেন ওয়ার্ন। তিনি সবসময় ২৩ নম্বর জার্সি গায়ে তুলতেন। শুধু অস্ট্রেলিয়া নয়, ক্রিকেটে তিনি যেভাবে খেলেছেন তাতে তার জার্সি নম্বর ২৩ থাকত। এই কারণেই রাজস্থান রয়্যালসের জার্সির কলারে SW23 লেখা থাকবে। পুণের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এই জার্সি গায়ে দিয়েই মাঠে নামবে রাজস্থান রয়্যালস।
এই পুরো ম্যাচটিই উৎসর্গ করা হবে অজি কিংবদন্তিকে। শেন ওয়ার্ন ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থান দলের অংশ ছিলেন। চার বছরে দলের হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তার নামে রয়েছে ৫৭টি উইকেট। এরপর থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন কখনও মেন্টর হিসেবে, আবার কখনও কোচ হিসেবে আবার কখনও আইকন হিসেবেও তাকে দেখা গিয়েছে।
তিনি মার্চ মাসে মারা যান। যা দলের জন্য একটি ধাক্কা ছিল। রাজস্থান রয়্যালস ২০২২ আইপিএল-এ তাদের প্রথম ম্যাচে শেন ওয়ার্নের পোস্টার নিয়ে মাঠে নেমেছিল। দলের ড্রেসিংরুমের বাইরে শেন ওয়ার্নের একটি পোস্টার ছিল। যা সবাইকে আবেগপ্রবণ করে তুলেছিল। শেন ওয়ার্ন সবসময় রাজস্থানের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকবেন।