ক্রিকেট সংস্থা। অগত্যা বোর্ডকে চিঠি দিয়েছে আরসিএ। আদালতে গিয়েছে আর্জি। তবু রঞ্জির বাকি ম্যাচে দল নামানোই চ্যালেঞ্জ রাজস্থানের।
ললিত মোদির সংস্থায় এখন ভাঁড়ে মা ভবানী। একসময় গ্রেগ চ্যাপেলকে এনে নতুন ক্রিকেট অ্যাকাডেমি গড়ে ভারতীয় ক্রিকেটে দিশা দেখাত রাজস্থান। এখন এমন হাল যে রঞ্জিতে দল নামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোদি অরুচির জন্য দীর্ঘদিন ধরেই বোর্ডের কোপে ছিল রাজস্থান ক্রিকেট সংস্থা। এমনকী, আরসিএ-র অনুমোদনও বাতিল করেছে বোর্ড। রঞ্জিতেও টিম রাজস্থান নামে খেলতে হয় একসময় টিম ইন্ডিয়া খেলা পঙ্কজ সিংদের।
advertisement
বোর্ড বনাম লোধা টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই কোষাগারে টান পড়েছে আরসিএ-র। অবশেষে নিরুপায় হয়ে বোর্ডকে চিঠি লিখে ফেলেছেন সচিব সুমেন্দ্র তিওয়ারি। কিন্তু বিসিসিআই-এর আপাতত হাত পা বাঁধা। সুপ্রিম কোর্টের ফরমানে আপাতত বন্ধ সব লেনদেন। ভারত-ইংল্যান্ড সিরিজের আয়োজক রাজ্য সংস্থা ছাড়া কাউকেই দেওয়া যাচ্ছে না কানাকড়ি। অগত্যা আরসিএ-র কাতর আর্জি সুপ্রিম কোর্ট এবং লোধা কমিশনকে জানিয়েছেন শিরকে। কিন্তু সমাধানের আশা এখনও নেই।