কসলকাতা লিগের ম্যাচে চোট পাওয়া প্লেয়ারের ব্যান্ডেজ করা হল জোড়া ছাতা দিয়ে। মোহনবাগান বনাম রেলওয়ের ম্যাচে এই ঘটনার ছবি শোরগোল ফেলে দিয়েছে কলকাতা ময়দানে। ব্যারাকপুর স্টেডিয়ামে চলছিল ম্যাচ। খেলা চলাকালীন মার্শাল কিস্কুর ট্যাকেলে গুরুতর আহত হন রেলওয়ের তারক হেমব্রম। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।
সেরম কোনও ব্যবস্থা না থাকায় যন্ত্রণা কমাতে চোট পাওয়ার জায়গায় দুটি ছাতা দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয়। হাঁটুর নীচে দুদিকে দুটি ছাতা রেখে সাপোর্ট দিয়ে তারউপর দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয়। যন্ত্রণায় কাতরাতে থাকা তারকের সাহায্য করেন মোহনবাগান দলের চিকিৎসক। যন্ত্রনা কমাতে জন্য দ্রুত ইঞ্জেকশন। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্স করে মাঠ ছাড়েন তারক।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: জয়ের পরও লর্ডস টেস্টে বাদ ৩ তারকা! ভারতীয় দলে বড় পরিবর্তন! এমন কান্ড আগে ঘটেনি!
এই খবর ছড়িয়ে পড়তেই আইএফএ এর পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। এমনিতেই ক্রিকেটমুখী আধুনিক প্রজন্মের ফুটবলের প্রতি ঝোঁক কিছুটা কম। এবার এমন চিত্র দেখে বাবা-মায়েরা কোন ভরসা সন্তানদের ফুটবল খেলতে পাঠাবে তা নিয়ে উঠতে শুরু করেছেন প্রশ্ন।