TRENDING:

WTC Final: সৌরভের কঠিন প্রশ্নে চাপে রাহুল দ্রাবিড়, প্রথম দিনেই অর্ধে হারার কথা স্বীকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: রাহুল দ্রাবিড় কোচ হিসেবে জঘন্য, একদম ফালতু, অচল। ভারতের লজ্জা জনক পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় এইসব লেখা চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হাত থেকে বেরিয়ে যাওয়ার পর ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হবে সেটাই স্বাভাবিক। এতটা আশা করে তারা এসেছিলেন নিজেদের প্রিয় ভারতের জয় দেখবেন বলে। আর ফিরে গেলেন শূন্য হাতে। তাই কোচ গালাগালি খাবেন আশ্চর্যের কিছু নেই।
সৌরভ এবং হরভজন এর প্রশ্নের সামনে রাহুল
সৌরভ এবং হরভজন এর প্রশ্নের সামনে রাহুল
advertisement

ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে রাহুল দ্রাবিড় স্পষ্ট জানালেন যে, তাঁদের ক্ষমতা ছিল অস্ট্রেলিয়াকে হারানোর। তবে কিছু ভুল-চুকের মাশুল দিয়ে শেষমেশ হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় টিম ইন্ডিয়াকে। ম্যাচের শেষে স্টার স্পোর্টসের আলোচনায় টিম ইন্ডিয়ার হেড কোচ প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টও পেশ করেন। তিনি জানিয়ে দেন, দলের কোন কোন ভুলে আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে হারতে হয় ভারতকে।

advertisement

অর্থাৎ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের কারণ জানিয়ে দেন কোচ দ্রাবিড়। রাহুল বলেন, ‘প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৬৯ রান তুলে ফেলে। তবে পিচ ৪৬৯ রান তোলার মতো ছিল না মোটেও। প্রথম দিনের শেষ সেশনে আমরা ১৫৭ রান খরচ করি, যা অত্যন্ত হতাশাজনক। আমাদের জানা ছিল কোন লাইন-লেনথে বল করা দরকার। প্রথম দিনে আমাদের লেনথ ঠিকই ছল। তবে সম্ভবত আমাদের লাইন যথাযথ ছিল না।

advertisement

advertisement

আমরা একটু বেশিই বাইরে বল করছিলাম।’ দ্রাবিড় সঙ্গে যোগ করেন, ‘বিশেষ করে ট্রেভিস হেডকে আমরা রুম দিয়েছি এবং ও সেটা ব্যবহার করে দ্রুত রান তোলে। সেই পর্যায়েই আমরা অনেকটা পিছিয়ে যাই। তাছাড়া চতুর্থ দিনে আমরা দ্বিতীয় ইনিংসে যে সব শট খেলে আউট হয়েছি, সেগুলিও ঠিক ছিল না। আমাদের সতর্ক থাকা উচিত ছিল। তবে প্রথম ইনিংসে ৪৬৯ রান খরচ করাটাই ম্যাচে তফাৎ গড়ে দেয়।

advertisement

টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করতে ডাকার সিদ্ধান্ত যথাযথ ছিল কিনা, সেই প্রসঙ্গ দ্রাবিড়ের কাছে উত্থাপন করেন জাতীয় দলে তাঁর দীর্ঘদিনের সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। জবাবে রাহুল বলেন, সকালে এসে দেখি পিচে ঘাস ছিল। তাছাড়া আবহাওয়াও মেঘাচ্ছন্ন ছিল। আমরা ভেবেছিলাম শুরুতে বল করাই শ্রেয় হবে। আমরা জানি ইংল্যান্ডে পরের দিকে ব্যাট করার সহজ হয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

৭৬ রানে তিন উইকেট তুলে নেওয়ার পরে আমাদের মনে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার পরের দু’টো সেশনে ম্য়াচের মোড় ঘুরে যায়। যদি আমরা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩০০-র কিছু বেশি রানেও আটকাতে পারতাম, তবে টার্গেট নাগালের মধ্যে থাকত।

বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: সৌরভের কঠিন প্রশ্নে চাপে রাহুল দ্রাবিড়, প্রথম দিনেই অর্ধে হারার কথা স্বীকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল