TRENDING:

Gurbaz: শাহরুখের দলের আসল পাঠান! গুরবাজই, নাইটদের স্বপ্ন দেখাচ্ছেন প্লে অফের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: চলতি আইপিএলে অভিষেক হয়েছে আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের। কলকাত নাইট রাইডার্স ৫০ লক্ষ টাকা  দিয়ে নিলামে তাকে কিনেছে। তবে এখনো পর্যন্ত কলকাতাকে খুব একটা হতাশ করেননি ২১ বছরের গুরবাজ। কলকাতা এখনো পর্যন্ত ৯ টি ম্যাচ খেলেছে এবারের আইপিএলে , এরমধ্যে ৬ টিতে খেলেছেন গুরবাজ। এই ৬ ম্যাচে ১৪৫ এর উপর স্ট্রাইক রেটে ৩১ এর কাছাকাছি ব্যাটিং গড়ে ১৮৩ রান করেছেন এই প্রতিভাবান আফগান ক্রিকেটার।
কেকেআর অনুশীলনে গুরবাজ
কেকেআর অনুশীলনে গুরবাজ
advertisement

আরও পড়ুন - Virat vs Gambhir: কোহলি এবং গম্ভীরের জরিমানায় খুশি নন গাভাসকর, আরও বড় শাস্তি চান

এর মধ্যে ইডেনে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৯ বলে ৮১, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪৪ বলে ৫৭ রান করেছেন গুরবাজ। কলকাতার হয়ে ওপেন করতে নামছেন রহমানুল্লাহ। পেস বোলিং, স্পিন বোলিং দুই ধরণের বোলিংয়ের ক্ষেত্রেই তাকে সাবলীল লাগছে। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা আছে তার। দুই ধরণের বোলারদেরই গ্যালারিতে পাঠানোর ক্ষমতা আছে।

advertisement

যতগুলি ম্যাচ খেলেছেন তার প্রায় প্রতিটি ম্যাচেই তিনি ইনিংস খুব ভালো শুরু করেছেন। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬ বলে ২২, আহমেদাবাদে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ১২ বলে ১৫, মুম্বইয়ের বিরুদ্ধে ৮ বলে ১২ রান করেছেন। একমাত্র ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি কোনো রান না করে আউট হন। এর পাশাপাশি উইকেটের পিছিনে গ্লাভস হাতে তিনি ভরসা জুগিয়েছেন।

advertisement

লিটন দাসকে এই মরসুমে পাওয়া যাবে না। জেসন রয় ফর্মে থাকলেও তার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। ফলে কলকাতার বাকি ম্যাচগুলিতে ইনিংসের ভালো শুরুর জন্য কোচ চন্দ্রকান্ত পন্ডিত , অধিনায়ক নীতিশ রানা অনেকতাই রহমানুল্লাহের উপর নির্ভরশীল। ৯ ম্যাচে ৬ টিতে হেরে প্লে অফে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন কেকেআরের।

সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে কেকেআর। প্লে অফে জিততে হলে বাকি ম্যাচগুলি জিততেই হবে কেকেআরকে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও। বাকি ম্যাচগুলির মধ্যে ৩ টি ম্যাচ কেকেআর খেলবে ঘরের মাঠে।

advertisement

যদিও এবার ইডেনেও শাহরুখের দলের পারফরম্যান্স তথৈবচ। চলতি মরসুমে পারফরম্যান্সে একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারেনি কেকেআর। চূড়ান্ত ব্যর্থ দুই ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিন, আন্দ্রে রাসেল। এই অবস্থায় ২২ গজে রহমানুল্লাহ গুরবাজকে ব্যাটার পাঠান হিসেবে দেখতে চাইবেন দলের মালিক শাহরুখ খান।

বাংলা খবর/ খবর/খেলা/
Gurbaz: শাহরুখের দলের আসল পাঠান! গুরবাজই, নাইটদের স্বপ্ন দেখাচ্ছেন প্লে অফের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল