পরবর্তী দুই ম্যাচের মধ্যে যেকোনও একটিতে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লিওনেল স্ক্যালোনির দলকে। প্রিয় দলকে নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে সমর্থকদের। তবে সে তালিকায় থাকতে রাজি নন নাদাল। ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে বিশ্বকাপ মিশনে কাতারের মাটিতে পা রাখে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সেরা হওয়ার মিশনে শুরুতেই বড় ধাক্কা খায় লা আলবিসেলেস্তেরা। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সৌদি আরবের কাছে। এরপরও অনেক দূর যাবে লিওনেল মেসির দল, এমনটাই বিশ্বাস টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের। আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, দলটির এক পরাজয় বিশ্বকে বদলে দেয়নি। তারা তো মাত্র একটি ম্যাচেই হেরেছে।
advertisement
সামনে আরও দুটি ম্যাচ বাকি আছে। বাজে সময়ে সমর্থকদের কাছ থেকে তাদের সম্মান পাওয়া উচিত। তারা কোপা আমেরিকার শিরোপা জিতে বিশ্বকাপ খেলতে গিয়েছে। ইতিহাসের অন্যতম সেরা জয়রথে চড়ে আসা দলটির ওপর আপনি বিশ্বাস হারাবেন কেন। আমার মনে হয় আর্জেন্টিনা এখনও অনেক দূর যেতে পারবে।
লিওনেল মেসি সম্পর্কে নাদাল বলেন, ক্রীড়াপ্রেমী হিসেবে এমন বিশেষ একজনের তারিফ আপনাকে করতেই হবে। আমরা তাকে তার ক্যারিয়ারের সেরা সময়ে লা লিগায় পেয়েছি। এজন্য নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি খেলার জগতে আমাদের অনেক দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন। নাদাল নিশ্চিত আজ রাতেই বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা।
মেসি চ্যাম্পিয়ন ফুটবলার, সঙ্গে ডি মারিয়া, মার্টিনেজ, ডে পলরাও মরিয়া থাকবেন সৌদি ম্যাচ হেরে যাওয়ার দুঃখ ভুলতে। তাই আজ রাতে আর্জেন্টাইন সমর্থকদের মত টিভির সামনে তিনিও রাত জাগবেন মেসির আর্জেন্টিনার জয় দেখার জন্য। তিনি মনে করেন আর্জেন্টিনা নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা তুলে ধরতে পারলে দুই থেকে তিন গোলে জয় তুলে নেওয়ার ক্ষমতা রাখে।