TRENDING:

র‌্যাকেট চুরি! অস্ট্রেলিয়ান ওপেন খেলার মাঝেই নাদালের র‌্যাকেট লুকিয়ে দিল বল বয়

Last Updated:

Rafael Nadal left amused as ball boy removed his racquet during first round match at Australian open. র‌্যাকেট চুরি! অস্ট্রেলিয়ান ওপেন খেলার মাঝেই নাদালের র‌্যাকেট লুকিয়ে দিল বল বয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: কিছুটা অদ্ভুত ঘটনা, টেনিস কোর্টে সাধারণত এমনটা দেখা যায় না। এর আগে মাথা গরম করে র‌্যাকেট ভাঙতে দেখা গিয়েছে টেনিস খেলোয়াড়দের। কিন্তু তাই বলে ম্যাচ চলাকালীন একজন প্লেয়ারের র‌্যাকেট হাপিস হয়ে যাবে, এমনটা এর আগে শোনা যায়নি। লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন রাফায়েল নাদাল।
অবাক কান্ড! খেলা চলাকালীন র‌্যাকেট হারিয়ে রেগে লাল নাদাল
অবাক কান্ড! খেলা চলাকালীন র‌্যাকেট হারিয়ে রেগে লাল নাদাল
advertisement

ইংল্যান্ডের ২১ বছর বয়সি জ্যাক ড্র্যাপারের বিরুদ্ধে ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ সেটে জিতলেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদালকে সোমবার লড়াই করতে হয়েছে ৩ ঘণ্টা ৪১ মিনিট। একমাত্র চতুর্থ সেটেই কিছুটা চেনা মেজাজে পাওয়া গিয়েছে বাঁ হাতি রাফাকে। ড্র্যাপারও বাঁ হাতি।

আরও পড়ুন - বিশ্বকাপ শুরুর আগে একদিনের ক্রিকেটে কোন ফর্মুলায় শীর্ষস্থান দখল করবে ভারত? জানুন

advertisement

নাদালের ৬টি এস সার্ভিসের বিপরীতে তাঁর হাত থেকে বেরিয়েছে ১৩টি এস। সবমিলিয়ে নাদালের ফর্ম নিয়ে চিন্তায় ভক্তরা। বুধবার দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। এদিন ম্যাচের বিরতিতে এক খুদে বলবয় ভুল করে নাদালের প্রিয় র‌্যাকেটটি তুলে নিয়ে যায়। তিনি চেয়ার আম্পায়ারের কাছে এই ব্যাপারে অভিযোগ জানান।

পুরুষদের সিঙ্গলসে তৃতীয় বাছাই গ্রিক তারকা স্টেফানোস সিসিপাস প্রথম রাউন্ডে ৬-৪, ৬-৪, ৭-৬ (৮-৬) সেটে হারান ফ্রান্সের কুয়েনটিন হালিসকে। সপ্তম বাছাই ড্যানিল মেডভেডেভ ৬-০, ৬-১, ৬-২ সেটে জিতেছেন মার্কোস জিরনের বিরুদ্ধে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কানাডার ফেলিক্স অ্যালিয়াসিমও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তারই মধ্যে গোড়ালির চোটে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। মহিলা সিঙ্গলসে শীর্ষ বাছাই ইগা সুইয়াটেক প্রথম রাউন্ডের বাধা পেরলেন। তিনি ৬-৪, ৭-৫ সেটে হারান জার্মানির নিমেয়ারকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
র‌্যাকেট চুরি! অস্ট্রেলিয়ান ওপেন খেলার মাঝেই নাদালের র‌্যাকেট লুকিয়ে দিল বল বয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল