TRENDING:

অশ্বিন ও ঋদ্ধিমানই টানছেন ভারতকে

Last Updated:

ভারত ২৩৪/ ৫ ( ৯০ ওভার )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত ২৩৪/ ৫ ( ৯০ ওভার )
advertisement

#গ্রস আইলেট: জামাইকায় সেঞ্চুরি পেয়েছিলেন ৷ সেই ফর্মটা গ্রস আইলেটেও বজায় রাখলেন ওপেনার লোকেশ রাহুল ৷ ৬৫ বলেই সিরিজে আরও একটা হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি ৷ যদিও ওখানেই শেষ ৷ গত টেস্টের নায়ক চেজের বলে আউট হয়ে ফিরলেন তিনি ৷ ম্যাচের শুরুতেই আরেক ওপেনার শিখর ধাওয়ান (১) এর উইকেট হারিয়েছিল ভারত ৷ কিন্তু দিনে সবচেয়ে বড় ঝটকা অবশ্যই অধিনায়ক বিরাট কোহলির উইকেট ৷ মাত্র ৩ রান করেই আউট হন তিনি ৷ এরপর রাহানে (৩৫) এবং রোহিত শর্মা (৯)-র উইকেটেও দ্রুত হারায় ভারত ৷ ১২৬ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে ভারত ৷ ঠিক সেসময়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন রবীচন্দ্রন অশ্বিন ৷ প্রথম দিনের শেষে ৭৫ রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত করছেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ ৪৬ রানে তিনিও অপরাজিত ক্রিজে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিপক্ষের ২০ টা উইকেট তুলতে প্রতি টেস্টেই তামিলনাডুর এই অফস্পিনারই বড় ভরসা টিম ইন্ডিয়ার ৷ কিন্তু তিনি যে ক্রমেই অলরাউন্ডার হয়ে উঠছেন, সেটা তাঁর ব্যাটিং দেখলেই এখন বোঝা সম্ভব ৷ কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনেই সেঞ্চুরিটা পূরণ করে ফেলবেন তিনি ৷ অশ্বিন এবং ঋদ্ধিমান দু’জনেই মাত্র ৪টি বাউন্ডারি মেরেছেন ৷ উইকেট না দিয়ে বিপক্ষকে চাপে রাখারই কৌশল বেছে নিয়েছেন এই জুটি ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোসেফ এবং চেজ দু’জনেই পেয়েছেন দুটি করে উইকেট ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অশ্বিন ও ঋদ্ধিমানই টানছেন ভারতকে