TRENDING:

আইপিএলের সেরা ১১ জনকে বাছলেন অশ্বিন, এটাই সর্বকালের সেরা টিম! দুর্দান্ত দল

Last Updated:

R Ashwin Ipl team- অভিজ্ঞ স্পিনার অশ্বিনের দলে দেখা যাচ্ছে একাধিক তারকা খেলোয়াড়কে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং এমএস ধোনির মতো তারকারা রয়েছেন দলে। ৩৭ বছর বয়সী অশ্বিন তাঁর দলের নেতৃত্ব প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং আইপিএলের অন্যতম সফল ক্রিকেটার ধোনির হাতে দিয়েছেন। এছাড়া মাহির কাঁধে উইকেটকিপিংয়ের দায়িত্বও দিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি এবার তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে আইপিএলের সর্বকালের সেরা প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছেন।
advertisement

অভিজ্ঞ স্পিনার অশ্বিনের দলে দেখা যাচ্ছে একাধিক তারকা খেলোয়াড়কে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং এমএস ধোনির মতো তারকারা রয়েছেন দলে। ৩৭ বছর বয়সী অশ্বিন তাঁর দলের নেতৃত্ব প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং আইপিএলের অন্যতম সফল ক্রিকেটার ধোনির হাতে দিয়েছেন। এছাড়া মাহির কাঁধে উইকেটকিপিংয়ের দায়িত্বও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে মাস্টারপ্ল্যান তৈরি টিম ইন্ডিয়ার!নাকানি-চোবানি খাবে শাকিবরা?

advertisement

অশ্বিন তাঁর দলে ওপেনিং ব্যাটার হিসেবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অন্তর্ভুক্ত করেছেন। রোহিত এবং বিরাট যে আইপিএলের সেরা ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন তাতে কোনো সন্দেহ নেই।

এছাড়াও সুরেশ রায়না, সূর্যকুমার যাদব এবং মিডল অর্ডারে এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের জায়গা দিয়েছেন। অধিনায়ক ও উইকেট কিপিংয়ের পাশাপাশি তিনি ধোনিকে বেছে নিয়েছেন ম্যাচ ফিনিশারের ভূমিকায়।

advertisement

অশ্বিন তাঁর দলে ২ জন অলরাউন্ডারকে বেছে নিয়েছেন। দুজনই স্পিন অলরাউন্ডার। অশ্বিন তাঁর দলে ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং আফগান তারকা রশিদ খানকে অলরাউন্ডার হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।

অশ্বিনের পেস অ্যাটাক-এ তিনজন বোলারকে দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ। এছাড়া রয়েছেন লাসিথ মালিঙ্গা। যে কোনও ব্যাটিং অর্ডারকে ধ্বংস করার ক্ষমতা আছে এই তিন বোলারের।

advertisement

আরও পড়ুন- যা এর আগে খুব একটা দেখা যায়নি টিম ইন্ডিয়ায়, এবার সেই পথেই হাঁটতে পারেন গম্ভীর

যদিও ক্রিস গেইল, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, আন্দ্রে রাসেল এবং শেন ওয়াটসনের মতো তারকাদের তিনি দলে জায়গা দেননি।

অশ্বিনের বেছে নেওয়া আইপিএল দল- রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), সুনীল নারিন, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের সেরা ১১ জনকে বাছলেন অশ্বিন, এটাই সর্বকালের সেরা টিম! দুর্দান্ত দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল