TRENDING:

কাতার বিশ্বকাপে এবার বাড়ছে হিট স্ট্রোকের ভয়! ফুটবলারদের জন্য চিন্তিত দলগুলো

Last Updated:

Qatar world cup has threat of heat stroke as physiologist warns to take care of footballers. কাতার বিশ্বকাপে বাড়ছে হিট স্ট্রোকের ভয়! ফুটবলারদের জন্য চিন্তিত দলগুলো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: সাধারণত জুন বা জুলাই মাসে হয় ফুটবল বিশ্বকাপ। কিন্তু মধ্যপ্রাচ্যের গরম দেশ কাতার আয়োজক বলে সময় বদলে এবার বিশ্বকাপ করা হয়েছিল নভেম্বরে। কিন্তু অদ্ভুত হলেও সত্যি যেভাবে তাপমাত্রা কমার আশা করা গিয়েছিল তা কিন্তু হয়নি এখনও পর্যন্ত। এমনিতে সব স্টেডিয়াম পুরো এসি। কিন্তু ফুটবলারদের অনুশীলন করার সময় বা ম্যাচ চলাকালীন তো এসি চালানো সম্ভব নয়।
এভাবেই ম্যাচের মাঝে জল খেয়ে সুস্থ থাকতে হবে ফুটবলারদের
এভাবেই ম্যাচের মাঝে জল খেয়ে সুস্থ থাকতে হবে ফুটবলারদের
advertisement

আরও পড়ুন - ৩৬ বছরের অধরা বিশ্বকাপ উঠবে মেসির হাতেই! বলছেন আর্জেন্টিনার `মিস্টার অক্টোপাস'

তাই কাতারের গরম না কমার ফলে নতুন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। শোনা যাচ্ছে প্রচণ্ড গরম থেকে ফুটবলারদের বাঁচাতে অনুশীলনের সময় মাঠের বাইরে থেকে বিশেষ ধরনের ওয়াটার কুলারের ব্যবস্থা করা হচ্ছে। যাতে জলের হালকা বিন্দু লাগবে ফুটবলারদের গায়ে। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, দোহার গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ফুটবলারদের।

advertisement

কাতারের গরম নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছিল ফুটবল বিশ্বের প্রথম সারির দেশগুলি। তাদের আপত্তিকে গুরুত্ব দিয়ে বিশ্বকাপের সময় পরিবর্তন করেছে ফিফা। জুন-জুলাইয়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ। তবু কাতারের তাপমাত্রা দলগুলির কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে।

সূর্যের প্রখর তাপের হাত থেকে বাঁচতে গ্যারেথ বেলের ওয়েলস অনুশীলনের সময় পরিবর্তন করেছে। দুপুরের বদলে সন্ধ্যায় অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে তারা। অনুশীলনের সময়ও কমানো হয়েছে ফুটবলারদের সুস্থ রাখতে। গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

ওয়েলসের আক্রমণ ভাগের ফুটবলার মার্ক হ্যারিস বলেছেন, হোটেলে এমনি হাঁটাহাঁটি করলেই ঘেমে যাচ্ছি আমরা। সকাল ১১টা নাগাদ কয়েক জন হাঁটতে বেরিয়ে ছিলাম। গরমে ভীষণ কষ্ট হয়েছে আমাদের। শরীরবিদ্যার অধ্যাপক মাইক টিপটন বলেছেন, এই তাপমাত্রা ফুটবল খেলার জন্য আদর্শ নয়। ৯০ মিনিট দৌড়ে ফুটবল খেলা পরের ব্যাপার, অতিরিক্ত শরীরচর্চাও ক্ষতিকর হতে পারে এই তাপমাত্রায়। শরীরের ক্ষতি হবে। অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

হিট স্ট্রোকও হতে পারে ফুটবলারদের। এর ফলে প্রচুর পরিমাণে জুস এবং তরল খাবার প্রস্তুত রাখা হচ্ছে মাঠের ধারেই। মিনি এম্বুলেন্স এবং স্যালাইন দেওয়ার ব্যবস্থা তৈরি থাকছে সব সময়।

বাংলা খবর/ খবর/খেলা/
কাতার বিশ্বকাপে এবার বাড়ছে হিট স্ট্রোকের ভয়! ফুটবলারদের জন্য চিন্তিত দলগুলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল