লিওনেল মেসি
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকা লিওনেল মেসি গতবছরই প্রথম আন্তর্জাতিক ট্রফি তার দেশ আর্জেন্টিনাতে নিয়ে এসেছেন। ২০২১ এর কোপা আমেরিকা কাপ এখনো পর্যন্ত মেসির ১৭ বছরের ফুটবল কেরিয়ারের একমাত্র আন্তর্জাতিক ট্রফি। ২০০৬ বিশ্বকাপে তার প্রথম বিশ্বকাপে তাকে দল ম্যাচে পূর্ণসময়ের জন্য ব্যবহার না করলেও ২০১০,২০১৪, ২০১৮ বিশ্বকাপে তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
advertisement
২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও , চ্যাম্পিয়ন করতে পারেননি মেসি। ফলে ৩৪ বছর বয়সী মেসির কাছে কাতারেই শেষ সুযোগ বিশ্বকাপক নিয়ে দেশে ফেরার। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ( ১৬০ টি ম্যাচে ৮১ টি গোল ) ইতিমধ্যেই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০০৪ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়ার আগে পর্তুগাল মাত্র ৬ টি আন্তর্জাতিক টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে পেরেছিলো। রোনাল্ডো আসার পর ৫ টি বিশ্বকাপ ও ৫ টি ইউরো কাপে অংশ নিয়েছে পর্তুগাল। ১৮৬ টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ১১৫ টি গোল করেছেন পর্তুগাল তারকা। শুধু পর্তুগালের নয় আন্তর্জাতিক ফুটবলে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
কিন্তু ৩৭ বছর বয়সী রোনাল্ডোর সম্প্রতি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে আশানুরূপ প্রদর্শন না করতে পারা সম্ভবত জানান দিচ্ছে কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। প্রথমবারের জন্য পর্তুগাল যাতে বিশ্বকাপ পেতে পারে তার জন্য শেষ চেষ্টা নিশ্চই করবেন সি আর সেভেন।
লুকা মদ্রিচ
মূলত লুকা মদ্রিচের অসাধারণ পারফরম্যান্সের উপর ভর করেই সবাইকে চমকে দিয়ে ২০১৮ এর বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো ক্রোয়েশিয়া। ১৪৮ টি আন্তর্জাতিক ম্যাচে ২১ গোল করা এই মিডফিল্ডারকে ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মনে করা হয়।
চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন মদ্রিচ। তবে ৩৬ বছর বয়সী মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে এখনো দারুন পারফরম্যান্স করে চলেছেন। তবে কাতারই হয়তো মদ্রিচের শেষ বিশ্বকাপ হতে চলেছে।
ম্যানুয়েল নেওয়ার
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি দলের গোলকিপার ছিলেন নেওয়ার। ৩৬ বছর বয়সী নেওয়ার বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সম্ভবত সেরা গোলকিপার। জার্মানির হয়ে ১০৯ টি ম্যাচে গোল বাঁচানোর দায়িত্ব পালনকারী নেওয়ার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিকসের বিচারে গত দশকের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। কাতার বিশ্বকাপই সম্ভবত তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।
লুইস সুয়ারেজ
৩৫ বছর বয়সী লুইস সুয়ারেজ শুধু উরুগুয়ের নয় আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার। ১৩২ টি ম্যাচে ৬৮ গোল করে তিনি উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা। কাতার বিশ্বকাপ তার চতুর্থ বিশ্বকাপ হবে। দিয়েগো ফরলানের পাশাপাশি তার অবদানের জন্যই ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলো উরুগুয়ে। ২০১১ কোপা আমেরিকা জয়ের পিছনেও তার বিরাট অবদান ছিলো। কাতার বিশ্বকপই সম্ভবত এই অসাধারণ স্ট্রাইকারের শেষ বিশ্বকাপ হতে চলেছে।