TRENDING:

আন্তর্জাতিক যোগাতে 'জোড়া পদক' জেলায়! সমাপ্তি ও রোহনের সাফল্যে খুশির হাওয়া, গর্বের মুহূর্ত

Last Updated:

মুর্শিদাবাদ থেকে অংশগ্রহণ করে পদক জয়লাভ করে ভারতের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরল বাংলার প্রতিযোগীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বিশাখাপত্তনামে আয়োজিত হল বিশ্ব যোগা প্রতিযোগিতা ২০২৪। এটির ব্যবস্থাপনায় ছিল ইউনিভার্সাল যোগা স্পোটর্স ফেডারেশন বা UYSF যা ভারতের যোগ ব্যায়াম চর্চার একটি সর্বোচ্চ সংগঠন। আর সেই যোগাতে মুর্শিদাবাদ থেকে অংশগ্রহণ করে পদক জয়লাভ করে ভারতের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরল প্রতিযোগীরা। নিজেকে সুস্থ রাখতে ও মনকে চাঙ্গা রাখতে যোগা অত্যন্ত জরুরি। তাই মোবাইল ছেড়ে বর্তমান দিনে যোগার গুরুত্ব বাড়ছে। জেলা স্তর থেকে রাজ্য এবং দেশ অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে পদক জয়লাভ করল মুর্শিদাবাদ জেলার চারজন। তাদের মধ্যে অন্যতম সমাপ্তি সাহা ও রোহন দাস।
advertisement

আরও পড়ুন- স্নান করার সময় শরীরের কোন ‘অঙ্গে’ প্রথমে জল ঢালা উচিত? শীতে আপনার দারুণ কাজে লাগবে…!

জানা গিয়েছে, ট্র্যাডিশনাল যোগাতে তিনটি ব্রোঞ্জ ও একটি রৌপ্যপদক জয়লাভ করেছে বিশ্ব যোগাতে অংশ গ্রহণ করে। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাসিন্দা সমাপ্তি সাহা ও রোহন দাস তারা তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। ইতি মধ্যেই বাড়ি ফিরে আসতেই ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পদক জয় করতেই খুশিতে মেতে ওঠেন শহরবাসী।

advertisement

আরও পড়ুন- অমিতাভের সহ-অভিনেত্রী, এক চড়ে বদলে গিয়েছিল জীবন! হলেন ‘খলনায়িকা’… বলুন তো কে?

প্রতিযোগীরা জানান, মোট দশটি দেশ অংশগ্রহণ করেছিলেন এই যোগা প্রতিযোগিতাতে। শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিলেন। গত ২৮শে ডিসেম্বর বিশাখাপত্তনমের সাইপল্লিতে এই খেলার আয়োজন করা হয়। জেলা স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গিয়ে পদক জয় লাভ করতে পারার ফলে খুশি তারাও। কান্দি ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রোহন দাস। অন্যদিকে শহরের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা সমাপ্তি সাহা। আর্থিক প্রতিকুলতা থাকলেও অনেকেই অর্থ সাহায্য করেছিলেন সমাপ্তি কে। ফলে পদক জয় হতেই খুশি খুদে পদক জয়ী সমাপ্তি সাহা রোহন দাস সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/খেলা/
আন্তর্জাতিক যোগাতে 'জোড়া পদক' জেলায়! সমাপ্তি ও রোহনের সাফল্যে খুশির হাওয়া, গর্বের মুহূর্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল