TRENDING:

মা কালীর আশীর্বাদ নিয়ে ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নীলেশরা

Last Updated:

গত বছর হয়তো পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি ৷ কিন্তু এবছর আবার নতুন খেলা ৷ নতুন টিমও ৷ অধিনায়ক হয়তো একই রয়েছেন ৷ কিন্তু টিমে বেশ কিছু নতুন মুখ ৷ আর তাতেই টুর্নামেন্টের শুরুতে অন্যান্য দলকে টেক্কা দিয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত বছর হয়তো পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি ৷ কিন্তু এবছর আবার নতুন খেলা ৷ নতুন টিমও ৷ অধিনায়ক হয়তো একই রয়েছেন ৷ কিন্তু টিমে বেশ কিছু নতুন মুখ ৷ আর তাতেই টুর্নামেন্টের শুরুতে অন্যান্য দলকে টেক্কা দিয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷
advertisement

কবাডিতে বাংলার বরাবরই শুনাম রয়েছে ৷ কিন্তু কবাডির প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর গতবছর সেটা একেবারেই চোখে পড়েনি এই বেঙ্গল ওয়ারিয়ার্স দলে ৷ এবছর প্রো কবাডিতে তাই নিজেদের প্রমাণ করতে মরিয়া বাংলা দল ৷ কোচ প্রতাপ শেঠির তত্ত্বাবধানে প্রস্তুতিও এবছর যথেষ্ট ভালো হয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স দলের ৷ টুর্নামেন্টের শুরুটাও দারুণ হয়েছে ৷ দু’ ম্যাচ খেলে দু’টোতেই জয় পেয়েছে বাংলা ৷ ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলে দু’নম্বরে রয়েছে প্রতাপ শেঠির দল ৷ শীর্ষে থাকা তেলেগু টাইটেন্সের থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে তাঁরা ৷ তবে বাংলার থেকে দু’ম্যাচ বেশি খেলেছে তেলেগুরা ৷ তাই রবিবার থেকে ঘরের মাঠে নামার আগে এখন দারুণ চনমনে রয়েছেন বেঙ্গল ওয়ারিয়ার্সের খেলোয়াড়রা ৷ অধিনায়ক নীলেশ শিন্ডের হাতে সামান্য চোট থাকলেও তা নিয়ে বিশেষ চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট ৷ শনিবার নেতাজি ইন্ডোরে প্রি ম্যাচ কনফারেন্সে বেঙ্গল ওয়ারিয়ার্স অধিনায়ক নিজেই জানালেন তিনি এখন অনেকটাই ফিট ৷ রবিবার ম্যাচেও নামবেন তিনি ৷ কলকাতায়  দলের ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ প্রতাপও ৷ তিনি এদিন বলেন, ‘‘ কবাডি খেলতে গেলে চোট তো লাগবেই ৷ কিন্তু এবছর শুরুর থেকেই ফিটনেসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি আমরা ৷ মা কালির আশীর্বাদে ( শনিবার বেঙ্গল ওয়ারিয়ার্সের খেলোয়াড়রা কালীঘাটে গিয়েছিলেন পুজো দিতে ) আমরা এখানেই লিগ টেবলের শীর্ষে উঠব ৷ ঘরের মাঠে খেলার মজাই আলাদা ৷ ’’

advertisement

রবিবার কলকাতায় বেঙ্গল ওয়ারিয়ার্সের প্রথম ম্যাচ পুণেরি পল্টনের বিরুদ্ধে ৷ এরপর একে একে দাবাং দিল্লি, পাটনা পাইরেটস এবং অভিষেক বচ্চনের দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মুখোমুখি হবেন নীলেশরা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
মা কালীর আশীর্বাদ নিয়ে ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নীলেশরা