TRENDING:

Pro Kabaddi League: পুনের কাছে লজ্জার হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, চমকপ্রদ জয় ইউপি যোদ্ধার

Last Updated:

Pro Kabaddi League Bengal Warriors face yet another defeat against Puneri Paltan. প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, জিতল ইউপি যোদ্ধা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, জিতল ইউপি যোদ্ধা
প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, জিতল ইউপি যোদ্ধা
advertisement

আরও পড়ুন - IPL mega auction : আইপিএল মেগা অকশানে যে ৫ তারকাকে দলে নেবে একই ফ্র্যাঞ্চাইজিগুলি, দেখে নিন

প্রথম অর্ধের শুরু থেকেই ডিফেন্স ভোগাতে শুরু করে বেঙ্গল ওয়ারিয়র্সকে। পয়েন্ট এর দিক থেকে দেখলে প্রথম অর্ধে রেইডের থেকে দুই দলই প্রায় সমান পয়েন্ট অর্জন করলেও দুবার বাংলাকে অল আউট করার সুবাদে অনেক অতিরিক্ত পয়েন্ট অর্জন করে পুনের দলটি। মোট ৯টি ট্যাকেল পয়েন্ট অর্জন করে পুনে প্রথম অর্ধে। এর জন্যই বাংলার উপর ২০-১১ এর লিড নিতে সক্ষম হয় তারা ম্যাচের প্রথম হাফে।

advertisement

আরও পড়ুন -IND vs SA Cape Town Test : কেপটাউন টেস্টের আগে তীব্র অনুশীলনে ডুবে ভারতীয় দল, দেখুন সব ছবি

দ্বিতীয় অর্ধেও একই খেলার প্রদর্শন করে বেঙ্গল ওয়ারিয়র্স এর দল। ডিফেন্সের ভুলের খেসারত দিতে হয় আবার তাদের। দ্বিতীয় অর্ধে একটিও ট্যাকেল পয়েন্ট অর্জন করেতে ব্যর্থ হন বাংলার ডিফেন্ডাররা। উপরন্ত দুবার অল আউট হয় তারা। দ্বিতীয় অর্ধের শেষের দিকে রেইড পয়েন্ট বেশি অর্জন করে হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় মনিন্দররা।

advertisement

বেঙ্গলের হয়ে মনিন্দর সিং ১৩ পয়েন্ট অর্জন করেন। তাকে সাহায্য করেন আকাশ। আকাশ ৮ পয়েন্ট অর্জন করতে সমর্থ হয়। অন্যদিকে পুনের আসলাম ইনামদার ১৭ পয়েন্ট অর্জন করেন এদিন ম্যাচে। যার মধ্যে ১৬টি রেইড পয়েন্ট। এই ম্যাচে হারের পর নবম স্থানে নামল বেঙ্গল ওয়ারিয়র্স। দশম স্থানে পুনে।

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু বুলস এবং ইউ পি যোদ্ধা। ম্যাচে জয় পেলো ইউ পি যোদ্ধা। ম্যাচের ফল ২৭-৪২। টেবিলের তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু বুলসের তুলনায় আপাত দৃষ্টিতে ইউপি যোদ্ধা দুর্বল দল হলেও খেলার ম্যাটে অন্য ছবি দেখা যাচ্ছিল শুরু থেকেই। প্রথম অর্ধেই ১৪-১৯ ব্যবধানে অর্থাৎ ৫ পয়েন্টে এগিয়ে যায় ইউ পি যোদ্ধা। রেইড পয়েন্ট প্রায় সমান হলেও ট্যাকেল পয়েন্টে অনেক এগিয়ে ছিল ইউ পি যোদ্ধা দল। শেষ হাসি হাসল তারাই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Pro Kabaddi League: পুনের কাছে লজ্জার হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, চমকপ্রদ জয় ইউপি যোদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল