TRENDING:

Prithvi Shaw: ইংল্যান্ডের মাটিতে ২৪৪ রানের বিধ্বংসী ইনিংস, সঙ্গে ১০টি রেকর্ড গড়লেন পৃথ্বী শ

Last Updated:

Prithvi Shaw: নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ২৮টি চার ও ১১টি ছয়ে সাজানো পৃথ্বি শয়ের ইনিংস। এই ইনিংসের সৌজন্যে একাধিক রেকর্ড গড়লেন পৃথ্বি শ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডনের ওয়ান ডে কাপে বিধ্বংশী দ্বিশতরানের ইনিংস খেলে ফের শিরোনামে উঠে এসেছে পৃথ্বী শ। ভারতীয় দল থেকে অনেক দূরে, বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ারও কোনও সম্ভাবনা নেই। কিন্তু বুধবার নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ২৮টি চার ও ১১টি ছয়ে সাজানো পৃথ্বি শয়ের ইনিংস। এই ইনিংসের সৌজন্যে একাধিক রেকর্ড গড়লেন পৃথ্বী শ।
advertisement

এক ঝলকে দেখে নিন কোন কোন রেকর্ড গড়লেন পৃথ্বী শ-

১. এর আগে লিস্ট এ ক্রিকেটে পৃথ্বী শ-য়ের সর্বোচ্চ স্কোর ছিল ২২৭। লন্ডন ওয়ান ডে কাপে ২৪৪ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিলেন।

২. ইংল্যান্ডের ওয়ান ডে কাপে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ২০৬। ২০২২ সালে কেন্টের বিরুদ্ধে করেছিলেন রবিনসন। সেউ রেকর্ডও নিজের নামে করলেন পৃথ্বী।

advertisement

৩. ইংল্যান্ডের লিস্ট এ ক্রিকেটেও রেকর্ড গড়লেন পৃথ্বি শ। অলি ব্রাউনের ২৬৮ রানের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেন পৃথ্বী শ।

৪. আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেট মিলিয়ে পৃথ্বী শ-এর ২৪৪ রানের ইনিংস জায়গা করে নিল ষষ্ঠ স্থানে।

৫. পৃথ্বী শ দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি ৫০ ওভারের ক্রিকেটে একাধিক দ্বিশতরান করলেন।

advertisement

৬. ইংল্যান্ডে ওয়ান ডে কাপ খেলতে গিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করলেন পৃথ্বী শ।

৭. প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ২টি দলের হয়ে দ্বিশতরান ও দুটি আলাদা দেশে দ্বিশতরান করলেন পৃথ্বী।

৮. লিস্ট এ ক্রিকেটে এটিই নর্দাম্পটনশায়ারের কোনও ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

৯. লিস্ট-এ ক্রিকেটে পৃথ্বী শ তৃতীয় সর্বোচ্চ বাউন্ডারি মারা ক্রিকেটা হয়েছেন।

advertisement

১০. চেতেশ্বর পুজারার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ১৫০-র বেশি রান করলেন।

আরও পড়ুনঃ Knowledge Story: শুধু এমএস ধোনি নয়, ৭ নম্বর জার্সি পরে খেলেছেন আরও এক ভারতীয় তারকা, বলুন তো কে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইংল্যান্ডের মাটিতে স্মরণীয় ইনিংস খেলার পর খুশি পৃথ্বী শ। কীভাবে এই সাফল্য তা নিয়ে জানিয়েছেন,”রোদ উঠেছিল। মনে হচ্ছিল ভারতের কোনও মাঠে খেলতে নেমেছি। তাই আমার খেলার পক্ষে ভাল পরিবেশ ছিল। তাই আর পিছন ফিরে তাকাইনি। নিজের মত ব্যাটিং করে গিয়েছি।” তবে ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি পৃথ্বী। নিজের খেলা উপভোগ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Prithvi Shaw: ইংল্যান্ডের মাটিতে ২৪৪ রানের বিধ্বংসী ইনিংস, সঙ্গে ১০টি রেকর্ড গড়লেন পৃথ্বী শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল