TRENDING:

দেখুন ভিডিও: মোতেরায় রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ স্মারক তুলে দিলেন ইশান্তকে

Last Updated:

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (RamNath Kovind) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত থেকে মোতেরায় বিশেষ স্মারক পেলেন ইশান্ত শর্মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (RamNath Kovind) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত থেকে মোতেরায় বিশেষ স্মারক পেলেন ইশান্ত শর্মা৷ শততম টেস্ট খেলার প্রাক্কালে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ইশান্তের এই দিনটা স্মরণীয় হয়ে থাকল৷
advertisement

বুধবার মোতেরায় কোবিন্দ একটি স্মারক হাতে তুলে দেন ইশান্তকে৷ এরপর অমিত শাহ কাঁচের বাক্সবন্দি একটি বিশেষ টুপি দেন ইশান্তকে৷ পুরোটা সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ছিলেন ইশান্তের সঙ্গে৷ অন্যদিকে শাহ পুত্র ও বিসিসিআই সচিব জয় শাহ ছিলেন তাঁর বাবা ও রাষ্ট্রপতির পাশে৷ তিনি বিসিসিআই-এর পক্ষ থেকে স্মারকগুলি কোবিন্দ-শাহের হাতে তুলে দেন৷ এদিন ইশান্তকে মাঠেই খেলা শুরুর আগে গার্ড অফ অনার দেয় কোহলি অ্যান্ড কোং৷

advertisement

নতুন ভাবে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়ামের নাম বদলে গেল৷ সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম এখন অতীত৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নামকরণেই নাম হল স্টেডিয়ামের৷ ভারত বনাম ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট ম্যাচের আগে ভূমিপূজা অনুষ্ঠানে এই ঘোষণা করেন অমিত শাহ৷ এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও ছিলেন অনুষ্ঠানে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

মোতেরায় অনন্য মাইলস্টোন লিখলেন ইশান্ত৷ কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলতে নেমেছেন ইশান্ত৷ তিনি ভারতের ১১ নম্বর ও বিশ্বের দ্বাদশ ফাস্টবোলার হিসাবে তিন অঙ্কের টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন৷ ইশান্তকে এই দুর্দান্ত কৃতিত্বের ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)৷

বাংলা খবর/ খবর/খেলা/
দেখুন ভিডিও: মোতেরায় রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ স্মারক তুলে দিলেন ইশান্তকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল