ভিয়েতনাম – ০
হ্যামিলটন: বিশ্বকাপে শুরুটা ভাল করতে পারেনি পর্তুগাল। নেদারল্যান্ডের বিরুদ্ধে লড়াকু ফুটবল উপহার দিয়েও পরাজিত হয়েছিল এক গোলে। অন্যদিকে ভিয়েতনাম প্রথম ম্যাচে তিন গোল হজম করেছিল আমেরিকার কাছে। তাই মেয়েদের বিশ্বকাপে টিকে থাকতে গেলে আজকে দুজনকেই জিততে হত। শক্তির বিচারে পর্তুগাল এগিয়েছিল সন্দেহ নেই। ম্যাচের শুরু থেকেই সেটা বোঝা গেল। গোটা মাঠ জুড়ে শুধু পর্তুগালের দাপট।
advertisement
ভিয়েতনাম শুধু ডিফেন্স করতে ব্যস্ত ছিল। আজকের আগে পর্যন্ত নিজেদের শেষ পাঁচ ম্যাচ প্রত্যেকটি হেরেছিল ভিয়েতনাম। অন্যদিকে শেষ সাতটি ম্যাচে পর্তুগাল মাত্র দুটি গোল খেয়েছিল। ৭ মিনিটের মাথায় এগিয়ে গেল পর্তুগাল। ডান দিক থেকে ভেসে আসা বলে প্লেস করে গোল করলেন টেলমা। ২২ মিনিটে দ্বিতীয় গোল নাজারেথের। জেসিকা সিলভা এবং আনা বর্জেস সহজ সুযোগ না হারালে প্রথম আর্ধেই চার গোল হতে পারত।
মনে হয়েছিল ভুল শুধরে নিয়ে ম্যাচের সেকেন্ড হাফে পর্তুগাল আরো কয়েকটা গোল করবে। কিন্তু সেটা হল না। পিনটো, মার্চাও, সিলভা প্রচুর সুযোগ তৈরি করলেন, কিন্তু তিন নম্বর গোল আর এল না। শেষ পর্যন্ত দুই গোলে জিতেই সন্তুষ্ট থাকতে হল পর্তুগালের মেয়েদের।
তবে দুর্বল ভিয়েতনামের বিরুদ্ধে জিতে গেলেও গোল নষ্টের এই নমুনা বজায় থাকলে পর্তুগালের পক্ষে বেশি দূর এগোনো সম্ভব নয়। এরপর তাদের ম্যাচ ১ আগস্ট বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকার বিরুদ্ধে। বিশ্বকাপ শেষ হয়ে গেল ভিয়েতনামের। পর্তুগাল অবশ্য ভেসে থাকল।