TRENDING:

প্রেম থেকে উদ্যাম যৌনতা! শাকিরার সঙ্গে নাদালের সম্পর্কে তোলপাড় দুনিয়া

Last Updated:

Shakira had secret relation with Rafael Nadal about 10 years ago while shooting for music album. প্রেম থেকে উদ্যাম যৌনতা! শাকিরার সঙ্গে নাদালের সম্পর্ক প্রকাশ্যে এল এবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ: বেশ কয়েক বছর আগের ঘটনা। পপস্টার শাকিরা একটি মিউজিক ভিডিও বানিয়েছিলেন। নাম ছিল জিপসি। তাতে হিরো হিসেবে ছিলেন রাফায়েল নাদাল। চার মিনিটের ওই ভিডিওতে স্বল্প পোশাকে দেখা গিয়েছিল। শাকিরাকে। নাদাল এবং তার বেশ কিছু ক্লোজ শট ছিল তাতে। একে অপরকে জড়িয়ে ধরা থেকে চুম্বন এমনকি শয্যা দৃশ্য পর্যন্ত ছিল ওই গানে।
স্ত্রী অন্তঃসত্ত্বা, শাকিরার সঙ্গে গোপন সম্পর্কের পর্দা ফাঁস নাদালের
স্ত্রী অন্তঃসত্ত্বা, শাকিরার সঙ্গে গোপন সম্পর্কের পর্দা ফাঁস নাদালের
advertisement

অন্য নারীর সঙ্গী হয়ে পার্টি করার সময় শাকিরার কাছে ধরা পড়েছিলেন জেরার্ড পিকে। ঘটনার জেরে বার্সেলোনা সেন্টার ব্যাকের সঙ্গে কলম্বিয়ান সঙ্গীত তারকার ১১ বছরের সংসার ভেঙে গেছে। সেটির মাস তিনেকের মধ্যেই মিলল বিস্ফোরক তথ্য! কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদালের সঙ্গে গোপন প্রেমে জড়িয়েছিলেন বিশ্বখ্যাত গায়িকা।

ক্লারা চিয়ার সাথে পিকের ছবি প্রকাশ করেছিলেন জর্ডি মার্টিন। স্প্যানিশ পাপারাজ্জি মার্টিন জানিয়েছেন, পিকের সঙ্গে দেখা হওয়ার আগেই নাকি শাকিরা-নাদালের সম্পর্ক ছিল! শাকিরার সঙ্গে কার সম্পর্ক ছিল সে প্রসঙ্গে মার্টিন বলেছেন, তিনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি এবং একজন শীর্ষ ক্রীড়াবিদ। তিনি ফুটবলার নন, তিনি একজন টেনিস খেলোয়াড়।

advertisement

মার্টিন কারো নাম প্রকাশ না করলেও সূত্র-ইঙ্গিতটা স্পষ্টভাবেই নাদালের দিকে যায়। ২০১০ সালে শাকিরার গানের মিউজিক ভিডিও জিপসিতে মডেল হয়েছিলেন নাদাল। সেই মিউজিক ভিডিওর তারকার সঙ্গে শাকিরার সম্পর্ক থাকার বিষয়টি মার্টিন উল্লেখ করার পরই নাদালের বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

আমি বলছি একটি ভিডিও ক্লিপে স্পেনের একজন শীর্ষ অ্যাথলেট ছিলেন, যিনি দেশের ইতিহাসের সেরা তিন ক্রীড়াবিদের একজন। এখানেই থামছি, নাম বলতে পারছি না। শাকিরার আলোচিত গানগুলোর একটি জিপসি। যার মিউজিক ভিডিওতে চিত্রনাট্যের প্রয়োজনীয়তার চেয়ে বেশি মাত্রায় দুজনে যৌনতা ও হাসি প্রদর্শন করেছিলেন বলা হচ্ছে।

advertisement

মিউজিক ভিডিওর শুটিং চলাকালে শাকিরা-নাদালের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার রিঙ্কি হাজিকাতাকে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দিলেন তিনি। কিন্তু মিউজিক ভিডিওর কথা সকলেই জানতেন। সেটা পেশাদারী কাজ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু চমক দেওয়ার মতো খবর হল এই ভিডিওর পরেই নাকি গোপনে বেশ কয়েকবার একসঙ্গে দেখা করেছিলেন নাদাল এবং শাকিরা। এই মুহূর্তে স্পেনের এক হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন নাদালের স্ত্রী। তার কানে কথাটি পৌঁছেছে কিনা জানা নেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
প্রেম থেকে উদ্যাম যৌনতা! শাকিরার সঙ্গে নাদালের সম্পর্কে তোলপাড় দুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল