পাকিস্তান ক্রিকেট বোর্ড বরাবর ভারতের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ করে এসেছে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহু বছর ধরে। অদূর ভবিষ্যতে দুই দেশের ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনাও নেই। তবে এর আগে পিসিবি দাবি করে এসেছে, ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও তাদের কিছু যায় আসে না। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান অতীতে বারবার দাবি করেছিলেন, পাকিস্তানের ক্রিকেট ভারতের উপর বিন্দুমাত্র নির্ভরশীল নয়। তবে পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান রামিজ রাজার মুখে ঠিক উল্টো কথা। তিনি বলছেন, ভারতের হাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের জিয়নকাঠি রয়েছে।
advertisement
আরও পড়ুন- ইতালি থেকে আসছে স্পেশাল বাথটব, স্নানের জন্য রোনাল্ডোর খরচ কত শুনবেন?
কিন্তু ব্যাপারটা কী! হঠাত্ করে কেন পিসিবি চেয়ারম্য়ান ভারত-বন্দনায় নামলেন! পাকিস্তানের সেনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসে রামিজ রাজা বলেছেন, পিসিবির ৫০ শতাংশ অর্থের জোগান দেয় আইসিসি। আইসিসি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে। লাভের টাকা তারা সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে দেয়। অন্যদিকে, আইসিসির ৯০ শতাংশ অর্থ আসে ভারতের বাজার থেকে। এখন আমাদের ভয় হল, ভারত যদি অর্থের জোগান বন্ধ করে দেয় তা হলে পাকিস্তান ক্রিকেটের বড় ক্ষতি হতে পারে। কারণ ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির উপর পাকিস্তানের ক্রিকেট নির্ভরশীল।
এর পর রামিজ রাজা আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী চাইলে যে কোনও দিন পিসিবির ধ্বংস করতে পারেন। কাল যদি তিনি মনে করেন, পাকিস্তানকে আর কোনও অর্থ দেওয়া হবে না তা হলে পিসিবিতে তালা ঝুলবে। আইসিসিকে পাকিস্তানের কোনও অর্থ জোগান দেয় না। ফলে আইসিসিতে আমাদের কোনও গুরুত্ব নেই।