TRENDING:

DC vs RCB: কোহলির পাড়ায় ঢুকে সৌরভের দাদাগিরি! বেঙ্গালুরুকে উড়িয়ে দিল লাস্ট বয় দিল্লি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: বিরাট কোহলির পাড়ায় ঢুকে দাদাগিরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের। শনিবার রাতে আরসিবিকে শুধু উড়িয়ে দিল লাস্ট বয় দিল্লি। পিষে মারা যাকে বলে। পাশাপাশি বিরাট কোহলিকে শিক্ষা দেওয়া গেল ঔদ্ধত্য দেখালেই হয় না সব সময়। বিরাট কোহলির দলের দেওয়া ১৮১ রান তাড়া করা দিল্লির কাছে কঠিন হবে সেটা আশা করাই স্বাভাবিক ছিল। অন্তত এত দিন দিল্লির ব্যাটিং পারফরম্যান্স বিচার করলে তাই দাঁড়ায়।
মারকাটারি ইনিংস খেললেন সল্ট
মারকাটারি ইনিংস খেললেন সল্ট
advertisement

কিন্তু দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিল সল্ট দুরন্ত শুরু করলেন। ওপেনিং জুটিতে এল ৬০ রান। ডেভিড ওয়ার্নার ২২ ফিরে গেলেও সল্ট এবং মিচেল মার্শ মিলে মারতে থাকলেন আরসিবি বোলারদের। নয় ওভারে একশ রান হয়ে গেল। ১৭ বলে ২৬ করে ফিরে গেলেন মার্শ। কিন্তু এরপর রুশো সাহায্য করলেন সল্টকে। খাতায় কলমে লড়াইটা ছিল আরসিবি বনাম দিল্লির।

advertisement

কিন্তু পর্দার পেছনে অলিখিত একটা লড়াই ছিল বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভ এবং বিরাটের সাম্প্রতিক খারাপ সম্পর্ক নিয়ে জানতেন না এমন লোক নেই। এবারের আইপিএলেই বেঙ্গালুরুর মাঠে প্রথম সাক্ষাতে সৌরভের দিল্লিকে হারিয়ে জবাব দিয়েছিলেন কোহলি। ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মেলাননি।

advertisement

আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। বিরাট এবং দু প্লসি প্রথম থেকেই মারতে শুরু করেন। বেঙ্গালুরু প্রথম উইকেট পড়ে ৮২ রানে। ফ্যাফ ৪৫ করে ফিরে গেলেও বিরাট কোহলি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই আইপিএলে। ৪৬ বলে ৫৫ করে আউট হয়ে যান বিরাট মুকেশ কুমারের বলে ক্যাচ দিয়ে।

advertisement

অন্যদিকে মহিপাল লোমরোর বেঙ্গালুরুর রান বাড়িয়ে নিয়ে যেতে থাকেন। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন। বিরাট আউট হওয়ার পরে গ্যালারিতে শুকনো মুখে দেখা গেল অনুষ্কা শর্মাকে। আজ বিরাট কোহলি আবার একটা হাফ সেঞ্চুরি করলেন বটে, কিন্তু দুরন্ত ব্যাটিং করেছেন এমনটা বলা যাবে না। দিল্লির ঘরের ছেলে বিরাট কোহলি। কিন্তু আজ তিনি ঘরের শত্রু। দেখার ম্যাচে শেষ পর্যন্ত বিরাট কোহলির বেঙ্গালুরু নাকি সৌরভের দিল্লি বাজিমাত কোন দল করে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

৪৪ বলে ৮৭ করন শর্মার বলে বোল্ড হলেন সল্ট। ততক্ষণে দিল্লিকে ম্যাচের জয়ের জায়গায় এনে দিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/খেলা/
DC vs RCB: কোহলির পাড়ায় ঢুকে সৌরভের দাদাগিরি! বেঙ্গালুরুকে উড়িয়ে দিল লাস্ট বয় দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল