দু’দেশের ক্রিকেট ম্যাচ দেখতে ২০০৫ সালের মার্চ মাসে দিল্লিতেও এসেছিলেন কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে। ১৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে করেছিলেন ৭২ রান। লাহোরের ২২ গজে সে দিন ধোনির স্ট্রাইক রেট ছিল ১৫৬.৫২। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট হিসেবে মাঠে দাঁড়িয়ে ভারতের জয়ের প্রশংসা করেছিলেন মোশারফ।
তিনি জানিয়েছিলেন পাকিস্তান ভাল খেলেছে, কিন্তু সেটা ভারতকে হারানোর পক্ষে যথেষ্ট নয়। পারভেজ মোশারফ মহেন্দ্র সিং ধোনিকে উপদেশ দিয়েছিলেন লোকের কথা শুনে তিনি যেন লম্বা চুল কেটে না ফেলেন। লম্বা চুল তাকে মানায়। থামস আপ দেখিয়ে মেনে নিয়েছিলেন মাহি। সেই সময় মহেন্দ্র সিং ধোনি ভবিষ্যতে গিয়ে এত বড় নাম করবেন কেউ বুঝতে পারেননি। তবে মোশারফ ধোনিকে বলেছিলেন আমি তোমার ভক্ত।
তোমার আক্রমণাত্মক ব্যাটিং আমার দারুন পছন্দের। সেবার পুরো ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা ছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছিল। সৌরভ, সচিন, যুবরাজদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল।