TRENDING:

পেলের হাতেই মারাকানায় অলিম্পিকের জমকালো উদ্বোধন

Last Updated:

ব্রাজিলে মশাল জ্বালবেন ফুটবল সম্রাট পেলে। রিও’তে এমনটাই ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও ডি জেনেইরো:  ব্রাজিলে মশাল জ্বালবেন ফুটবল সম্রাট পেলে। রিও’তে এমনটাই ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার এই প্রস্তাবে আপ্লুত পেলে। তিনি জানিয়েছেন, অসুস্থ হলেও মারাকানায় থাকবেন তিনি।
advertisement

বহু বছর পর ফের মারাকানায় ফিরছেন পেলে। তবে ফুটবল পায়ে নয়। অলিম্পিকের মশাল জ্বালাতে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান টমাস বাক জানিয়েছেন, ফুটবল সম্রাট ছাড়া উদ্বোধনে আর কাউকে ভাবা সম্ভব নয়। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, এই পঁচাত্তরেও কী বাকিদের টেক্কা দিচ্ছেন পেলে ? কারণ ফুটবলার উৎপাদনের দেশ ব্রাজিল। একজন নয়, একাধিক তারকা। তার মধ্যে এই অশক্ত শরীরেও অলিম্পিকের মিডিয়া সেন্টারে হাজির হয়েছিলেন ফুটবল সম্রাট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

আইওসি-র সম্মানে তিনি আপ্লুত। উদ্বোধনে পেলের উপস্থিতির পাশাপাশি মারাকানায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে আরও চমক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, লন্ডনের থেকেও এবার খরচ বেড়েছে ৩৭ শতাংশ। মূলত আধুনিক ব্রাজিলের সংস্কৃতির কোলাজই এবার উদ্বোধনের থিম। সবমিলিয়ে, নিরাপত্তার চাদরে মোড়া ব্রাজিল অপেক্ষায় এখন অলিম্পিকের।

বাংলা খবর/ খবর/খেলা/
পেলের হাতেই মারাকানায় অলিম্পিকের জমকালো উদ্বোধন