TRENDING:

'পেলে', নামটা ছিল একদম অপছন্দের! এডসন ছেড়ে অপভ্রংশ নামেই কেন বিখ্যাত ফুটবল সম্রাট?

Last Updated:

Pele initially hated the name given to him by his friends and wanted to be a pilot. 'পেলে', নামটা ছিল একদম অপছন্দের! এডসন ছেড়ে অপভ্রংশ নামেই কেন বিখ্যাত ফুটবল সম্রাট?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাও পাওলো: বাঙালির কাছে বিশ্ব ফুটবলের প্রথম মহানায়ক তিনি। তারপর মারাদোনা। কিংবদন্তি পেলের সেই ব্রাজিলিয়ানের মৃত্যুতে অনেক বাঙালির প্রায় অশৌচ দশা। চলছে স্মৃতিচারণের পালা। উঠে আসছে ফুটবলের সম্রাটের অজানা বহু কথা। যেমন জানা গিয়েছে যে, নামটি মোটেও পছন্দ ছিল না স্বয়ং পেলেরই! ‘এই পেলে...’ আগেও দু-একবার ডাকটা শুনেছিল সে। রেগে গিয়েছিল। তবে পাত্তা দেয়নি।
পেলে', নামটা ছিল একদম অপছন্দের!
পেলে', নামটা ছিল একদম অপছন্দের!
advertisement

কিন্তু আওয়াজ লাগাতার চলছিল বলে মেজাজ গরম হয়েই ছিল। এবার যদিও ছেলেটি রাগ সামলাতে পারেনি। ‘পেলে’ শুনেই ঘুরে গিয়ে ছাত্রটির মুখে এক ঘুঁষি! ব্যাস, তারপর যা হওয়ার তাই হল। দিনকয়েকের জন্য সাসপেন্ড করে দিল স্কুল। বাকি ছাত্ররা বুঝে গেল এটা বললেই রেগে আগুন হয়ে উঠবে ছেলেটি। সেই শুরু। বাধ্য হয়েই অপছন্দের নামটিকে মেনে নিতে হল।

advertisement

এডসন আরান্তেস ডো নাসসিমেন্টো নাম ছাপিয়ে ক্রমশ পেলে নামেই বিশ্বজুড়ে মিলল পরিচিতি। বেড়ে ওঠার দিনগুলোয় অবশ্য এডসন নামটা তাঁর কাছে ছিল গর্বের। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কর্তা বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নামের সঙ্গে মিল রেখে হয়েছিল এই নামকরণ। ১৯৪০ সালে পেলের জন্মস্থান ত্রেস কোরাকোস গ্রামে বিদ্যুৎ আসে।

সেই লগ্নেই জো রামস ডো নাসসিমেন্টোর ঘরে জন্ম। এডিসনকে শ্রদ্ধা জানিয়েই নাম শুরু হল ‘এডসন’ দিয়ে। অপছন্দের নামটি সঙ্গী হয়ে ওঠার আগেও কয়েকটি ডাক নাম ছিল পেলের। যেমন ডিকো এবং এক সঙ্গীতশিল্পীর নাম ধার করে রাখা ‘গ্যাসোলিনা’। কিন্তু স্থায়ী হল বাবার ফুটবলার বন্ধু ‘বিলে’ অনুকরণে রাখা পেলে নামটাই। বিলে কোনওভাবে অপভ্রংশে পেলে হয়ে ওঠে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই নামটাই ছেনি-হাতুড়ি দিয়ে খোদাই হয়ে গেল ফুটবল ভক্তদের মনে। মৃত্যুর পরও নামটা চকমকির মতো স্ফূলিঙ্গ ছড়াচ্ছে। যতদিন দু’পায়ের এই খেলা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত পেলে নামটা দাপিয়ে যাবে মাঠ। তবে শেষ দিকে পেলে মেনে নিয়েছিলেন যদি এডসন নামটা থাকত, তাহলে হয়তো তিনি বিশ্বসেরা নাও হতে পারতেন। এই একটা অপভ্রংশ নাম কিভাবে যে তার জীবনে চলার পথ বদলে দিয়েছিল সেটা নিজে বেঁচে থেকেও ব্যাখ্যা দিতে পারেননি ফুটবল সম্রাট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'পেলে', নামটা ছিল একদম অপছন্দের! এডসন ছেড়ে অপভ্রংশ নামেই কেন বিখ্যাত ফুটবল সম্রাট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল