তাই সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংয়ের দিল্লির কাছে ম্যাচটা নিয়মরক্ষার হলেও সম্মান বাঁচানোর লড়াইও বটে। তবে প্রীতি জিন্টার দলের কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। হারলেই শেষ প্লে-অফে যাওয়ার আশা। তবে কাজটা কঠিন পাঞ্জাবের। কারণ ম্যাচ শুধু জিতলেই চলবে না, রান রেটও বাড়িয়ে রাখতে হবে। তার পরও তাকিয়ে থাকতে হবে চেন্নাই ও মুম্বইয়ের দিকে।
advertisement
আরও পড়ুন – Shubhman Gill: কোহলির বিশাল সার্টিফিকেট শুভমনকে,`পৃথিবীর সেরা ব্যাটসম্যান’ বলছেন বিরাট
কারণ ১২টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন শিখর ধাওয়ানরা। শেষে দুটি ম্যাচ জিতলে পঞ্জাব পৌঁছবে ১৬ পয়েন্টে। তার জন্য ব্যাটিং বিভাগ নিয়ে শিখরদের অনেক বেশি সচেতন হতে হবে। কারণ গত সপ্তাহে দিল্লির সঙ্গেই হওয়া শেষ ম্যাচে পঞ্জাবের হয়ে রান পেয়েছিলেন কেবল প্রভসিমরন সিং। তাঁর শতরান ছাড়া বাকিরা ব্যর্থ। বুধবার এমন ঘটনার পুনরাবৃত্তি আর চাইছেন না ধাওয়ান। প্লে-অফে যাওয়ার সুযোগ কাজে লাগাতে মরিয়া পঞ্জাব কিংস।