২০২৩-এ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দেশে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু কোথায় ভক্ত, অনুগামী! একটা ট্রলিতে ঢাউস ৭-৮টা ব্যাগ ঠেলতে ঠেলতে একাই হেঁটে গেলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। ভিড় নেই, তাসা পার্টি নেই, হইহুল্লোড় নেই।
বিমানবন্দরে গুটিকয় লোক। তাঁরা ফিরেও তাকালেন না। সংবাদমাধ্যমের হাতে গোনা কয়েকজন ফটোগ্রাফার ছিলেন বটে। কিন্তু তাঁদেরও খুব একটা উৎসাহ ছিল বলে মনে হল না। মুচকি হাসি হেসে বেরিয়ে গেলেন কামিন্স। এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
দেশের জন্য ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে টিম। একজন ক্রিকেট অনুরাগীরও দেখা পাওয়া যাবে না! একজন নয়? না, সত্যি একজনও ছিলেন না, যিনি বিশ্বকাপজয়ী দলের জন্য গলা ফাটাবেন, দলের জয়ে উল্লাস করবেন। এই ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের চোখ কপালে। দেদার কমেন্ট করেছেন তাঁরা।
এক অনুরাগী লিখেছেন, ‘আমাদের এখানে জেসিবিতে মাটি কাটা দেখতে এর থেকে বেশি লোক দাঁড়িয়ে যায়। এ তো বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক’। আর একজন ইউজারের সরস মন্তব্য, ‘আমাদের অফিসের চায়ের স্টলে এর থেকে বেশি লোক থাকে, যখনই যাও না কেন’।
কেউ কেউ অস্ট্রেলিয়াকে খোঁচা দিতেও ছাড়েননি। লিখেছেন, ‘ইনি প্যাট কামিন্স। বিমানবন্দরে নেমেছেন। তবে মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ দেখানো হয়নি’। এর জবাবে একজন আবার লিখেছেন, ‘যে কোনও ভারতীয় তরুণ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরলে এর থেকে বেশি ভিড় হত’।
বিশ্বকাপের ফাইনালে হারের পর ভগ্নহৃদয়ে ভারতীয় ভক্তরা একটা কথা বলেই সান্ত্বনা খুঁজছিল, অস্ট্রেলিয়রা এই জয় বেশিদিন মনে রাখবে না। দেখা গেল বেশিদিন তো দূরের কথা, পাঁচদিনও মনে রাখেনি। এক ক্রিকেট অনুরাগী লিখেছেন, ‘অস্ট্রেলিয়া বোধহয় ভুলে গিয়েছে, তারা ৫ দিন আগেই বিশ্বকাপ জিতেছে’।
বিশ্বকাপ জয় যেন অস্ট্রেলিয়ানদের অভ্যাস। এতে আর কোনও উত্তেজনা নেই। তাঁদের কাছে এটা আরও একটা দিন মাত্র। ভারতে ক্রিকেট একটা ধর্ম। অস্ট্রেলিয়ায় নয়।
(আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F)