তারপর থেকেই ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছে কোচ এবং অধিনায়ক। পাকিস্তানের কাছে ওই লজ্জার হার ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড শিথিল করে দিয়েছে বলতেই হয়। ক্রিকেট বিশ্বে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমকে প্রায়ই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়।
advertisement
এই তুলনা নিয়ে ভক্ত ও ক্রিকেট সমালোচকদের ভিন্ন মত রয়েছে এবং এখন কোহলি-আজমের তুলনা নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বোলার কামিন্স পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে লালা বিতর্ক নিয়ে কথা বলেছেন। এবার তিনি বারব আজম ও বিরাট কোহলির প্রসঙ্গে মুখ খুললেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৯৬ রানের ইনিংস খেলা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে প্রায়ই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। দু’জনের তুলনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কামিন্স বলেন, তারা দুজনই সত্যিই সম্পূর্ণ ব্যাটসম্যান,আপনি যে ফর্ম্যাটেই খেলুন না কেন,তারা আপনাকে চ্যালেঞ্জ জানাবে।
দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। দুজনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহুবার সেঞ্চুরি করেছেন। তাই আমার পক্ষে বলা কঠিন কে এগিয়ে। বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে প্রচুর সাফল্য পেয়েছে। বাবর যদি সেটা করে দেখাতে পারে তাহলে দুজনের মধ্যে বিশেষ পার্থক্য আমি দেখি না।
সেই যোগ্যতা বাবর আজমের রয়েছে মনে করেন প্যাট কামিন্স। উল্লেখ্য ক্রিকেটের তিনটি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৫ সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। সেখানে অনেক কম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাবর করেছেন তিনটি সেঞ্চুরি।