কিন্তু কেন আর টেনিসে পয়াল নম্বর সিংহাসন দখলের ইচ্ছে নেই নাদালের। সেই উত্তরও নিজেই দিয়েছেন। আসলে গত ৮ অক্টোবর পুত্র সন্তানের বাবা হয়েছে রাফা। প্রথমবার বাবা হওয়ার পর জীবন দর্শন পাল্টে গিয়েছে বলে জানিয়েছেন। এখনই ছেলেকে ছেড়ে আর বাইরে থাকতে মন চাইছে না তার। প্যারিস মাস্টার্স খেলতে এসে ছেলেকে মিস করছেন বলেও জানিয়েছেন টেনিস তারকা। সেই কারণেই এখন নাম্বার ওয়ান টেনিস তারকা নয়, নাম্বার ওয়ান বাবা হওয়াই তার প্রধান লক্ষ্য।
advertisement
রাফায়েল নাদাল বলেছেন,'এক নম্বর হওয়ার জন্য আর লড়াই করব না। টেনিসজীবনে এই লক্ষ্য পূরণ করেছি আগে, তাতেই আমি খুশি। আর সেই জায়গার জন্য আমি লড়াই করব না। বাবা হওয়ার পর আমার ভাবনার পরিবর্তন হয়েছে। এখন আমার জীবন অন্য রকম। বর্তমমানে সেরা বাবা হওয়াই লক্ষ্য আমার।' নাদালের এই মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে বিশ্ব জুড়ে তার ভক্তদেরও।
আরও পড়ুনঃ বিশ্বকাপের আগে দুঃসংবাদ, ক্যানসারে আক্রান্ত জার্মানির কিংবদন্তী গোলরক্ষক
প্রসঙ্গত, প্যারিস মাস্টার্স খেলতে এসে নিজের অবসর নিয়ে ইঙ্গিত দিয়েছেন রাফায়েল নাদাল। টেনিস কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন বলে জানিয়েছেন তিনি। আর ৮ থেকে ১০টি প্রতিযোগিতা খেলবেন বলে জানিয়েছেন রাফায়েব নাদাল।