দেবেন্দ্র ঝাজারিয়াকে দারুণ সুখবর দিল বিজেপি। রাজস্থানের দেবেন্দ্র ঝাঝারিয়া, যিনি প্যারালিম্পিকে দুটি সোনা এবং একটি রুপোর পদক জিতেছেন, এবার রাজস্থানের চুরু থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রার্থী হয়ে লোকসভা ভোটে লড়বেন।
ভারতীয় প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভলিন থ্রোয়ার। তিনি এথেন্সে ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জ্যাভলিন থ্রো-তে প্রথমবার স্বর্ণপদক জিতেছিলেন। দেশের দ্বিতীয় প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী হয়েছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন- অনুষ্কা শর্মার ১৬ বছরের ‘সম্পর্ক’ ভাঙছে! বিরাট কোহলির জীবনে বড় ঘটনা
এছাড়া ইতিহাসে তিনিই একমাত্র ভারতীয় যিনি অলিম্পিক/প্যারালিম্পিকে দুটি স্বতন্ত্র স্বর্ণপদক জিতেছেন।
আরও পড়ুন- লোকসভা ভোটে লড়ছেন যুবরাজ সিং! নিজের অবস্থান স্পষ্ট করলেন ছয় ছক্কার মালিক
দেবেন্দ্র ঝাজারিয়াকে টিকিট দেওয়ার পাশাপাশি চুরু থেকে দু’বারের সাংসদ রাহুল কাসওয়ানের নাম কেটে দেওয়া হয়েছে। এ বছর তিনি সেখান থেকে টিকিট পাননি। এবার নির্বাচনে দেবেন্দ্র ঝাজারিয়া জয়ী হয় কি না সেটাই দেখার বিষয়।