১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। তবে সেই ম্যাচ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ হবে এবার। রয়েছে দুটি গ্রুপ। এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ পর্বের পর সুপার চারেও দু’বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। অবার সেরকম পরিস্থিতি হলে ফাইনালেও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
advertisement
এদিকে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানি রেসার হ্যারিস রউফ। তাও এশিয়া কাপে ভারতের রেকর্ড ভুলে! ভাইরাল এক ভিডিও। হ্যারিসকে প্রশ্ন করা হয়, “ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলবে পাকিস্তান। ফলাফল কী হতে পারে?” রউফ বলেছেন, “ইনশাল্লাহ, এবারও দুটো ম্যাচেই আমরা জিতব। ভারতকে হারাব”
আরও পড়ুন- Sourav Ganguly: ক্রিকেটে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হয়ে গেল বড় ঘোষণা, নতুন ইনিংস মহারাজের
চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ, যে কোনও বড় মঞ্চে সম্প্রতি ভারতের সামনে পড়লেই ল্যাজে-গোবরে অবস্থা হয় পাকিস্তানের। ২০২৩ ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ২২৮ রানের বিরাট ব্যবধানে জিতেছিল ভারত। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। রউফ খেলেছিলেন সেই ম্যাচে। তবে বিরাট কোহলির তাণ্ডবের সামনে পড়ে অসহায় আত্মসমর্পণ করেছিলেন। সেসব কথা বেলামুল ভুলে গেলেন পাক পেসার!
২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও কি ভুলে গেলেন তিনি! ওই ম্যাচের ১৯তম ওভারে রউফকে পরপর দুটি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচ জেতে ভারত। সবই কি ভুলে গিয়েছেন রউফ?