ডাকওয়ার্থ লুইস নিয়ম বলছে, ওই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য প্রয়োজন ছিল ৮৪ রান। অর্থাৎ ১৫ রানে পিছিয়ে ছিল তারা। ফলে বৃষ্টির জন্য খেলা আর না হলেও এদিন জিতে যেত পাকিস্তান। আর সেইসঙ্গে তাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তাও খোলা থাকত।
আরও পড়ুন- বাংলাদেশের কি বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে? দেখে নিন
advertisement
আজ পাকিস্তান জেতায় তাদের চার ম্যাচে পয়েন্ট হল চার। অন্যদিকে, ভারত ইতিমধ্যে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর শীর্ষে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। চার ম্যাচ খেলে। বাংলাদেশ চারটি ম্যাচ খেলে পয়েন্ট ৪। জিম্বাবোয়ে চার ম্যাচে ৩ পয়েন্ট। এর পর রোববার ভারতীয় দল খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাকিস্তান খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। নেদারল্যান্ডস এখন গ্রুপ-২ তে ২ পয়েন্ট নিয়ে সবার পিছনে রয়েছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন- আইপিএলে ডাক না পাওয়ার ভয়েই নাকি ভারতকে ম্যাচ ছেড়েছেন সাকিব! বাংলাদেশে নতুন তরজা
এবার বিশ্বকাপে একাধিক ম্যাচে বাগড়া দিচ্ছে বৃষ্টি। ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। ডিএলএস-এর নিয়ম বলছিল, সেই সময় বাংলাদেশ এগিয়ে ছিল ১৭ রানে। অর্থাৎ, বুধবার ম্যাচ না হলে ভারতের বিরুদ্ধে জিতে যেত বাংলাদেশ। যদিও শেষমেষ খেলা হয়। বাংলাদেশকে ৫ রানে হারায় ভারতীয় দল।